Cvoice24.com


রাউজানে নাট্যাধারের ‘হিড়িম্বা’র প্রদর্শনী বৃহস্পতিবার

প্রকাশিত: ১৬:৪৮, ৬ ফেব্রুয়ারি ২০১৯
রাউজানে নাট্যাধারের ‘হিড়িম্বা’র প্রদর্শনী বৃহস্পতিবার

মহাভারতেরহিড়িম্বানিয়ে মাস্টার দা সূর্য সেনের রাউজানে যাচ্ছে গ্রুপ থিয়েটারনাট্যাধার বিনাজুরী নবজাগরণ ক্লাবের আমন্ত্রণে কাল ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত ৮টায় মধ্যম বিনাজুরী পাহাড়তলী রাউজানে পরিবেশিত হবে এটি।  আয়োজনে মধ্যম বিনাজুরী সঙ্গীত একাডেমি।

সৃষ্টি হোক সচেতন মানুষ প্রতিপাদ্য নিয়ে গঠিত গ্রুপ থিয়েটার নাট্যাধারের দশম প্রযোজনাহিড়িম্বা।

মহাভারতের রাক্ষুসী চরিত্র হিড়িম্বা। হিড়িম্বার ভাই হিড়িম্বর হন্তারক পঞ্চপাণ্ডবের একজন ভীম। প্রেমের প্রবল টানে হিড়িম্বা ভাইয়ের খুনি ভীমকেই বিয়ে করেছিল নানা শর্ত মেনে। বিয়ের পর পুত্র ঘটোৎকচের জন্ম হওয়ার পর শর্তানুসারে হিড়িম্বা নিজের বাড়ি ফিরে যায়। যুদ্ধ বিদ্যায় পারদর্শী করে নিজ পুত্র ঘটোৎকচকে পাণ্ডবদের হয়ে লড়তে কুরুক্ষেত্রে পাঠায় হিড়িম্বা। যুদ্ধক্ষেত্রে কর্ণের অস্ত্রে মারা যায় ঘটোৎকচ। স্বামী পরিত্যক্ত, সন্তানহারা হিড়িম্বা নাট্যের পাটাতনে একে একে আহ্বান জানায় পাণ্ডবমাতা কুন্তী এবং পাণ্ডব ভার্যা দ্রৌপদীকে। তাদের সঙ্গে বাহাসে লিপ্ত হয় হিড়িম্বা। সেই বাহাসে কার জয় আর কার পরাজয় হয়, জানতে হলে দেখতে হবে নাটকটি।

রুবাইয়াৎ আহম্মদ রচিত হিড়িম্বার নির্দেশনায় রয়েছেন মোস্তফা কামাল যাত্রা। বিভিন্ন চরিত্রে রূপদান করবেন নাদিরা সুলতানা হেলেন, সুপ্রিয়া চৌধুরী, শারমিন সুলতানা রাশা, জসিম উদ্দিন, মাসউদ আহমেদ, আসিফ উদ্দিন শুভ, আইরিন মেহজাবিন, মো. কাউসার মজুমদার, শাহ জালাল উদ্দিন রনি, মামুন আহমেদ প্রমুখ।

ডা. দিপঙ্কর দের সুর আবহে রূপসজ্জা পরিকল্পক শাহীনুর সরোয়ার। আলোক পরিকল্পনায় অনিক ইসলাম, কস্টিউম হারুন বাবু, সঙ্গীতে তুহিন ইসলাম সবরিনা রেজা শিমুল, ডোল বাদনে মনোরঞ্জন, বাঁশিতে মিলন এবং সেট ডিজাইনে আতাউর রহমান মুন্না।

-সিভয়েস/এসএ

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়