Cvoice24.com


শিল্পকলাতে চলছে ডকুফিল্ম কর্মশালা

প্রকাশিত: ১৬:৪৪, ২৫ জানুয়ারি ২০১৯
শিল্পকলাতে চলছে ডকুফিল্ম কর্মশালা

সিনেমা সবারই বিনোদনের খোরাক। সিনেমা নির্মান নিয়ে তরুণ তরুণীদের আগ্রহের কমতি নেই। ডকুমেন্টারি ফিল্ম নির্মাণের প্রতি তরুণদের আগ্রহকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ডকুমেন্টারি ফিল্ম প্রজেক্ট ওয়ার্কশপ আয়োজন করেছে ঢাকা ডকল্যাব৷

২৩ জানুয়ারি (বুধবার) থেকে চারদিন ব্যাপী এ কর্মশালা চলছে শিল্পকলা একাডেমির জয়নুল আবেদীন আর্ট গ্যালারিতে । আগামীকাল (২৬ জানুয়ারী) সনদ বিতরণের মধ্য দিয়ে এ কর্মশালা শেষ হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে আছে ভারতীয় চলচ্চিত্র নির্মাতা নীলুৎফল মজুমদার ও সুপ্রিয় সেন এবং বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা এন রাশেদ চৌধুরী ও তারেক আহমেদ।

এ বিষয়ে ঢাকা ডকল্যাবের চেয়ারম্যান নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু সিভয়েসকে বলেন, ডকুমেন্টারি ফিল্ম শুধু ফিল্ম ফেস্টিভ্যাল করে নয়, সারাদেশে ডকু ফিল্মকে জনপ্রিয় এবং আগ্রহীদের দক্ষ করে গড়ে তুলতে এই উদ্যোগ।

সিভয়েস/টিআর/আরএইচ

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়