Cvoice24.com


ফটিকছড়িতে অগ্নিকাণ্ডে ৪ বসতঘর ভস্মিভূত

প্রকাশিত: ২০:০৩, ১০ জানুয়ারি ২০১৯
ফটিকছড়িতে অগ্নিকাণ্ডে ৪ বসতঘর ভস্মিভূত

ফটিকছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি বসতঘর ভস্মিভূত হয়েছে। উপজেলার নানুপুরে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। এতে প্রায় ৩০ লাখ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

জান যায়, উপজেলার নানুপুর ইউনিয়নের মধ্যম বড়ুয়া পাড়ায় বৃহস্পতিবার দিনগত রাত ১২.৩০ মিনিটের সময় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন দেখে এলাকাবাসী এসে আগুন নেভানোর চেষ্টা চালায়।খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনে। 

আগুনে স্বপন, জল্টু, মানিক, সানির বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। গ্যাসের সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে বলে জানান স্থানীয়রা।

ঘটনার সত্যতা স্বীকার করে উক্ত এলাকার সুরুজ বলেন, ঘরগুলো গাছ, বাঁশযুক্ত টিনশেডের ছিল, যার দরুন দেখতে দেখতে আগুনে ঘরগুলো ছাই হয়ে যায়। বর্তমান পরিবারগুলো মানবেতর জীবন যাপন করছেন বলে জানান তিনি।

এ ব্যাপারে ফটিকছড়ি ফায়ার সার্ভিস কর্মকর্তা পুলক কান্তি সরকার বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের টিম পাঠাই এবং আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। তবে এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে পারিনি। তদন্ত শেষে জানাতে পারবো।

সিভয়েস/আরআই/এমআইএম

ফটিকছড়ি প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়