Cvoice24.com

চট্টগ্রাম শিক্ষা বোর্ড
জেএসসির পুনঃনিরীক্ষায় ১৬ হাজার আবেদন

প্রকাশিত: ১৪:০৪, ৬ জানুয়ারি ২০১৯
জেএসসির পুনঃনিরীক্ষায় ১৬ হাজার আবেদন

ফাইল ছবি

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন পড়েছে ১৬ হাজার ৪টি।

চট্টগ্রাম শিক্ষা বোর্ড সূত্র জানায়, ২০১৮ সালে জেএসসির পুনঃনিরীক্ষায় ১১ হাজার ৪৬৫ জন পরীক্ষার্থী তাদের ১৬ হাজার টি খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে বছর সবচেয়ে বেশি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন জমা পড়েছে।

জমা পড়া আবেদনের মধ্যে গণিতে হাজার ৬৭৪টিইংরেজিতে হাজার ২৩টিবাংলায় হাজার ২৮০টি, ইসলাম নৈতিক শিক্ষায় হাজার ৮৪টি, বিজ্ঞানে হাজার ৯৮৮টি, বাংলাদেশ বিশ্ব পরিচিতিতে হাজার ৮৪৪ টি এবং আইসিটিতে ৬৫৭ টি।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক  মাহাবুব হাসান জানান, আগামী ২৪ জানুয়ারি পুনঃনিরীক্ষণের ফল প্রকাশিত হবে।

উল্লেখ্য, ২০১৮ সালে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এক হাজার ২৪০টি স্কুলের লাখ ২ হাজার ৪৫৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে ৯১ হাজার ১৩ জন ছাত্র এবং লাখ ১৪ হাজার ২৮৪ জন ছাত্রী।

-সিভয়েস/এমআই/এসএ

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়