Cvoice24.com


পণ্য আমদানিতে ব্যাংকগুলোকে এলসি খোলার নির্দেশ

প্রকাশিত: ১৪:০৫, ২৭ ডিসেম্বর ২০১৮
পণ্য আমদানিতে ব্যাংকগুলোকে এলসি খোলার নির্দেশ

নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানির জন্য ব্যাংকগুলোকে ঋণপত্র (এলসি) খোলার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

নির্দেশনা মতে, স্থানীয় বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহকে নিরবচ্ছিন্ন রাখতে ঋণপত্র খুলতে হবে। এসব পণ্যের আমদানিকারীকে বৈদেশিক মুদ্রায় লেনদেন ব্যবস্থা সম্পর্কিত অনুসরণীয় বিধিবিধান পরিপালন সাপেক্ষে এলসি খুলতে হবে। নিত্যপণ্য আমদানির ক্ষেত্রে আমদানিকারীকে প্রয়োজনীয় সহযোগিতা করতে হবে।

উল্লেখ্য, এর আগে আমদানির আড়ালে অর্থপাচার ঠেকাতে এলসি খোলার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার জন্য দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোকে চিঠি দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। দেশে বৈদেশিক মুদ্রার বাজার অস্থিতিশীল হওয়ার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে ব্যাংকগুলোকে চিঠি দেওয়া হয়। ওই চিঠি পাওয়ার পর ব্যাংকগুলোতে এলসি খোলা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল।

সিভয়েস/এস.আর

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়