Cvoice24.com


টেকনাফে স্থানীয়দের স্বাস্থ্য সেবা দেবে যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ১৪:২৯, ৫ ডিসেম্বর ২০১৮
টেকনাফে স্থানীয়দের স্বাস্থ্য সেবা দেবে যুক্তরাষ্ট্র

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প গুলো পরিদর্শন করেছেন মার্কিন রাষ্টদূত রবার্ট মিলার।

আজ বুধবার (৫ ডিসেম্বর) দুপুরে বিভিন্ন ক্যাম্প পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে তিনি বলেন, একসঙ্গে বাস্তুচ্যুত বিপুল পরিমাণ রোহিঙ্গাকে আশ্রয় দিতে গিয়ে সীমান্ত এলাকার পরিবেশ ও স্থানীয় মানুষের অপূরণীয় ক্ষতি হয়েছে। কিন্তু এতদিন শুধুৃ রোহিঙ্গাদের মানবিক সহায়তা দেয়া হয়েছে। ক্ষতি পুষিয়ে নিতে রোহিঙ্গাদের পাশাপাশি স্থানীয়দের সবদিক দিয়ে সহযোগিতা দেয়া দরকার।

এই সহযোগিতার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের অর্থায়নে সূর্যের হাসি ক্লিনিক নিরাপদ স্বাস্থ্য সেবা দিচ্ছে বলে জানান তিনি।

তিনি বলেন, রোহিঙ্গাদের পাশাপাশি টেকনাফ- উখিয়া জনগণের জন্যও যুক্তরাষ্ট্র সরকার এ সহায়তা অব্যাহত রাখবে।

টেকনাফের হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজারে বেসরকারি সূর্যের হাসি ক্লিনিক প্রায় ঘণ্টাব্যাপী পরিদর্শনে তিনি ক্লিনিকের নানা কার্যক্রম ঘুরে দেখেন। যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তায় পরিচালিত এ ক্লিনিকের কার্যক্রম দেখে তিনি সন্তুুষ্টি প্রকাশ করেন।

পরে তিনি সেখান থেকে লেদা ,নয়াপাড়া ও বাহারছড়া শামলাপুল রোহিঙ্গা ক্যাম্প গুলো পরিদর্শন করেন

হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচকে আনোয়ার, হোয়াইক্যং মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী, পরিবার পরিকল্পনা ইন্সপেক্টর হাসান টিটুর সঙ্গে ক্লিনিকের কার্যক্রম নিয়ে কথা বলেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন-মিশন ডিরেক্টরের ডেরিক ব্রাউন, সিওপি সিনিয়র ড. সুকুমার ও জেমস এল গ্রিফিন এনটিএস আব্দুল মতিন ও শেখ নজরুল ইসলাম এবং ক্লিনিক ম্যানেজার অজয় কুমার চৌধুরী প্রমুখ।

-সিভয়েস/আরএইচ

টেকনাফ প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়