Cvoice24.com


সাংবাদিক কল্লোলের জন্য এলিজি

প্রকাশিত: ০৮:৫০, ২ আগস্ট ২০১৮
সাংবাদিক কল্লোলের জন্য এলিজি

তোমার কথা ভেবে

বৈকালীন আকাশ মেঘাচ্ছন্ন বৃষ্টি নেই,

চোখে কেন ঝর্নার যৌবন?

স্তব্দ চাটগাঁর পিচঢালা পথ

গাড়ির চাকা ঘুরছে

জনতার কোলাহল আগের মতোই

প্রেসক্লাব, মোমিন রোড, আন্দরকিল্লাহ-

কোথাও তোমাকে পাইনা খুঁজে

হয়তো পাবোনা আর খুঁজে, এ তল্লাটে ।

বিজ্ঞাপনের মুনির

একসময় আমার কবিতার ক্লাসে বসতো

সেদিনের ছেলে যাকে হজম করলো ক্যান্সার সময় ।

তুমি তো কোনদিন কাজের ব্যস্ততায়

খোশগল্পে মেতে উঠার সময়টুকুও পাওনি

কাজ আর কাজ,

কাজের ব্যস্ততার ফাঁকে কবিভাই বলে

আর কখনো সম্বোধন করবে না জানি,

নির্ভেজাল ভদ্রলোকের প্রমিতকথা

আর শুনা যাবে না কোন দিন

হে আত্মার আত্মীয়-

আমার আষাঢ়-শ্রাবণ চোখে

ঝর্নার গতি থামাতে পারি না!

স্বচ্ছ লোনাজলে একি অদ্ভূদ বন্ধন?

স্বর্গীয় দূত এসে নিয়ে যাবে ভাববার আগেই

তোমার স্বর্গারোহণ কি পূণ্যময় বোধেরই ফসল?

সাফরানের সুপের বাটিতে আগমন ঘটবে না জানি

তবু শান্ত-প্রকৃতির কাছে

বার বার তোমার পুনর্জন্ম!

(লেখক : কবি, অধ্যাপক ও সাংবাদিক)

সিভয়েস/এহছান

কমরুদ্দিন আহমদ

সর্বশেষ

পাঠকপ্রিয়