বিএসআরএম কারখানায় দুর্ঘটনা
আশঙ্কাজনক দগ্ধ চার শ্রমিককে পাঠানো হলো ঢাকায়

প্রকাশিত: ১৬:২৯, ৬ জুন ২০২০
আশঙ্কাজনক দগ্ধ চার শ্রমিককে পাঠানো হলো ঢাকায়

চট্টগ্রামের জোরারগঞ্জের বিএসআরএম ফ্যাক্টরিতে কাজ করার সময় লোহার গলিত সিসায় দগ্ধ চার শ্রমিককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে আইসিইউ সুবিধা সম্বলিত অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়। 

শনিবার রাত ৮ টার দিকে চমেক থেকে তাদের নিয়ে ওই অ্যাম্বুলেন্স ঢামেক হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন বলে সিভয়েসকে জানিয়েছেন বিএসআরএমের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) তপন দাশ গুপ্তা।  

এরআগে শনিবার বিকেলে জোরারগঞ্জের বিএসআরএম ফ্যাক্টরিতে কাজ করার সময় লোহার গলিত সিসায় দগ্ধ হন পাঁচ শ্রমিক। তাদের মধ্যে হাসপাতালে আনার আগেই মারা যান মো. কাশেম (২৭) নামে এক শ্রমিক। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও চার শ্রমিক। 

আহত শ্রমিকরা হলেন, দগ্ধরা হলেন, মোহাম্মদ গিয়াস উদ্দিন (২৪), মোহাম্মদ নূর হোসেন (৩০), মোহাম্মদ মহিউদ্দিন (২৮) ও মোহাম্মদ নজরুল ইসলাম (১৯)।

তাদের প্রত্যেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছিলেন চমেকের বার্ন ইউনিটের ডা. মিথুন পালিত।  তিনি বলেন, ' অগ্নিদগ্ধদের অনেকের শ্বাসনালী পুড়ে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। গিয়াস উদ্দিন ৯৮ শতাংশ ইনহেলেশন ইনজুরিতে জ্বলছে, নজরুল ইসলাম ১০০ শতাংশ, মহিউদ্দিন ৮০শতাংশ এবং নুর হোসেন ৬০ শতাংশ ইনহলেশন ইনজুরিতে জ্বলছে।'

বিএসআরএমের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) তপন দাশ গুপ্তা বলেন, 'কারখানায় দুর্ঘটনার কথা শুনেছি। কারণ উদঘাটন করা হচ্ছে। তবে তার আগে আমাদের স্টাফদের জীবন বাঁচানোর কাজটাই আগে করতে হচ্ছে। চমেক হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে দগ্ধ চারজনকেই অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে রাত ৮টার দিকে।'

তিনি আরো বলেন, 'অ্যাম্বুলেন্সের সাথে আমাদের লোক রয়েছে তাদের চিকিৎসার যাবতীয় ব্যয় কোম্পানি বহন করবে। এছাড়া নিহত শ্রমিক কাশেমের পরিবারকে নিয়ম মেনে সহায়তা করা হবে।' 

সিভয়েস/এডি

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়