Cvoice24.com

চট্টগ্রামে আজ, মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪

সময় ঘন্টা মিনিট সেকেন্ড


পরিবহনে হয়রানি বন্ধে সিএমপির হুশিয়ারি

প্রকাশিত: ১৫:০৫, ৬ জুন ২০২০
পরিবহনে হয়রানি বন্ধে সিএমপির হুশিয়ারি

নগরীর গণপরিবহনগুলোতে যাত্রীদের হয়রানি করলে ও ফার্মেসীতে বেশি দামে ওষুধ বিক্রি করলে ব্যবস্থা নেবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। শনিবার (৬ জুন) পৃথক দুটি ঘোষণায় এ ব্যবস্থা নেয়ার কথা জানানো হয়।

সিএমপি জানায়, দুপুরে দামপাড়া পুলিশ লাইনে পরিবহন মালিক শ্রমিক সংগঠনের নেতাদের সাথে সিএমপির অতিরিক্ত কমিশনার এসএম মোস্তাক আহমদ খান বৈঠক করেন। সে বৈঠকেই যাত্রীদের হয়রানি করলে ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া সিএমপি কমিশনারের নির্দেশে ওষুধের দাম বেশি রাখলে ব্যবস্থা নেয়ার জন্য সিএমপির থানাগুলোকে পৃথক একটি নির্দেশ দেয়া হয়।

সিএমপির অতিরিক্ত উপকমিশনার আবু বকর সিদ্দিক সিভয়েসকে বলেন, পরিবহনে যাত্রীদের হয়রানি করলেই এখন থেকে ব্যবস্থা নেয়া হবে। এছাড়া কোনো ফার্মেসী ভোক্তাদের কাছে বেশি মূল্যে ওষুধ বিক্রি করলে ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে সিএমপির হটলাইনে ফোন করে ভোক্তারা অভিযোগ জানাতে পারবেন।

সিএমপির হটলাইনঃ ০১৮৮০-৮০৮০৮০

-সিভয়েস/এসএইচ/এমএম

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়