Cvoice24.com


লোহাগাড়ায় ৫৮ জনের করোনা শনাক্ত, সুস্থ্য ৩৭

প্রকাশিত: ১০:১১, ৫ জুন ২০২০
লোহাগাড়ায় ৫৮ জনের করোনা শনাক্ত, সুস্থ্য ৩৭

ছবি: সিভয়েস

সারাদেশের মতো সমান তালে লোহাগাড়ায়ও করোনা রোগী শনাক্ত হচ্ছে। ৫ জুন পর্যন্ত এ উপজেলায় ৫৮ জন করোনা রোগী সনাক্ত হয়। এদের মধ্যে ৩৭ জন রোগী লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধানে সেবা নিয়ে সুস্থ হয়েছেন। সুস্থ হওয়া রোগীদের মধ্যে ১৬ জন রোগী ট্রমা সেন্টারস্থ আইসোলেশন ওয়ার্ডে ভর্তি থেকে সেবা নিয়ে বিভিন্ন সময়ে বাড়িতে ফিরে যান। ১৯ জন রোগী স্বাস্থ্য কমপ্লেক্স এর  চিকিৎসকদের পর্যবেক্ষণে হোম আইসোলেশনে থেকে সুস্থ হয়ে উঠেন।

গত ২৩ এপ্রিল লোহাগাড়া উপজেলায় সর্বপ্রথম করোনা রোগী সনাক্ত হয়। 

স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায়, ৫ জন করোনা রোগী চট্টগ্রাম শহরে বিভিন্ন করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বর্তমানে অত্র উপজেলায় ১৯ জন রোগী স্বাস্থ্য বিভাগের তত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। একজন আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছেন, বাকী ১৮ জন হোম আইসোলেশনে আছেন। এছাড়া,লোহাগাড়া  উপজেলায় ৪ জন করোনা শনাক্ত ও ২ জন করোনা উপসর্গ নিয়ে মৃত্যু বরণ করেন। মৃত করোনা রোগীদের একজন লোহাগাড়াতে শনাক্ত এবং অন্য ৩ জন বিভিন্ন এলাকা থেকে আগত মৃতদেহ লোহাগাড়াতে সৎকার হয়। উপজেলা স্বাস্থ্য বিভাগের তত্বাবধানে এ পর্যন্ত ৬ টি মৃতদেহ সৎকার হয়।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: মোহাম্মদ হানিফ বলেন, সমগ্র বিশ্ব মহামারী করোনার আঘাতে বিপর্যস্ত। আপনার সুস্বাস্থ্য ও নিরাপত্তা আপনার হাতে। স্বাস্থ্যবিধি মেনে চলুন। বিনা প্রয়োজনে বের হবেন না। শারিরীক দূরত্ব বজায় রাখুন,  ভিড় এড়িয়ে চলুন। জরুরি প্রয়োজনে বের হলে যথাযথ নিয়মে মাস্ক ব্যবহার করুন। কিছুক্ষন পরপর সাবান-পানি দিয়ে ২০ সেকেন্ড ভাল করে হাত ধুয়ে নিন। সর্দি, কাশি, জ্বর ও সামান্য অসুস্থতায় লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হটলাইন নাম্বারে  (০১৭৩০৩২৪৪৪৯) ফোন দিয়ে সেবা নিন। করোনা আক্রান্ত ও হোম আইসোলেশন এ অবস্থানকৃত রোগীরা লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ফোকালপার্সন ডাঃ মোঃ দিদারুল আলম (০১৭১৮২৭৮৩৩৮) অথবা হটলাইন (০১৭৩০৩২৪৪৪৯) নাম্বারে জরুরি প্রয়োজনে যোগাযোগ রাখবেন। আতঙ্কিত হবোনা, সচেতনতার মাধ্যমে সবাই মিলে মহামারী করোনা মোকাবিলা করি।

-সিভয়েস/এসসি

লোহাগাড়া প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়