Cvoice24.com


৪ জুন/চট্টগ্রামে করোনা আক্রান্ত আরও ১২৪ জন

প্রকাশিত: ১৯:০১, ৪ জুন ২০২০
 ৪ জুন/চট্টগ্রামে করোনা আক্রান্ত আরও ১২৪ জন

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরো ১২৪ জন রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ), নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন দুজন। এ দিন ৪৬৪ জনের নমুনা পরীক্ষায় এসব রোগী শনাক্ত হয়।

বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, বিআইটিআইডিতে ১৯২ জনের নমুনা পরীক্ষা করে ৩৩ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়। এর মধ্যে চট্টগ্রাম মহানগরের ১৬ জন এবং উপজেলার ১৭ জন।

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ১৩৫ জনের নমুনা পরীক্ষা করে ৫৩ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়। তাঁদের মধ্যে ৮ জনের নমুনায় দ্বিতীয় বার করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। শনাক্ত হওয়াদের মধ্যে চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বাসিন্দা রয়েছেন ৫১ জন। অপর ২ জন মহানগরের বাসিন্দা।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১৩৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৪২ জন মহানগরের এবং ৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

তাছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজে আজ চট্টগ্রাম জেলার কোন নমুনা পরীক্ষা করা হয়নি।

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়