Cvoice24.com


হাটহাজারীতে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের পিপিই দিলো ফর্টিজ গ্রুপ

প্রকাশিত: ১১:৫০, ৩ জুন ২০২০
হাটহাজারীতে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের পিপিই দিলো ফর্টিজ গ্রুপ

হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্যপারসোনাল প্রটেক্টিভ ইক্যুইপমেন্ট (পিপিই) দিয়েছে ফর্টিজ গ্রুপ।
 

বুধবার (৩ জুন) হাটহাজারী উপজেলা প্রশাসন কার্যালয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাহতাব উদ্দিন আহমেদের কাছে ২০টি পিপিই তুলে দেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।

এ সময় ফর্টিজ গ্রুপের পক্ষে সময় টিভির সাংবাদিক আশরাফুল আলম মামুন উপস্থিত ছিলেন।

এসময় ফর্টিজ গ্রূপের পক্ষে সাংবাদিক মামুন বলেন, করোনা প্রাদুর্ভাবের শুরু থেকেই কাজ করে যাচ্ছে ফর্টিজ গ্রুপ। দেশের সরকারি বেসরকারি প্রায় হাসপাতালেই জীবন সুরক্ষাকারী পিপিই দিয়েছে। পাশাপাশি করোনায় মারা যাওয়া লাশের দাফন কাফনে যারা কাজ করছেন তাদেরও পিপিই প্রদান করা হয়েছে। আজকে ১ম দফায় হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রদান করা হয়েছে পর্যায়ক্রমে আরো করা হবে। 

তিনি বলেন, ফর্টিজ গ্রুফ ইতিমধ্যে ঢাকায় করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবায় ৬০বেডের আইসিইউসিসহ আইসোলশন হাসপাতাল নির্মাণ করেছে। ঢাকার পূর্বাচলে বিশ্বমানের ৫শ বেডের আরেকটি হাসপাতাল নির্মাণ করতে যাচ্ছে।

হাটহাজারী প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়