Cvoice24.com


বান্দরবানে দিনব্যাপী কৃষি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: ১১:০৪, ২ জুন ২০২০
বান্দরবানে দিনব্যাপী কৃষি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বান্দরবান সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১ জুন)  প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

জানা গেছে, কর্মশালায় কৃষকদের মধ্যে নেতৃত্বগুণাবলী সৃষ্টি, ব্যবসাভিত্তিক খামার সৃষ্টি, উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য প্রাপ্তিতে সিআইজি কৃষক সমবায় সমিতির ভূমিকা, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে কৃষকের ভুমিকা, এআইএফ ২ ফান্ডের আওতায় ৭০ শতাংশ ভর্তুকিতে সহায়তা প্রদান, দলগতভাবে কাজ করলে কৃষকের কী কী সুবিধা, কৃষকদের নিজেদের এলাকার চাহিদাভিত্তিক কৃষি বিষয়ক পরিকল্পনা প্রণয়ন ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ড. একেএম নাজমুল হক। বিশেষ অতিথি  ছিলেন, জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ এম.এম শাহনেয়াজ,  বান্দরবান সদর উপজলার কৃষি অফিসার, মো. ওমর ফারুক, উপজেলা সমবায় অফিসার ক্যাবুহ্রী মার্মাসহ অন্যান্যরা। 

প্রধান অতিথি বলেন, বর্তমান কৃষির চ্যালেঞ্জ মোকাবেলায় সিআইজি কৃষক সমবায় সমিতির কার্যনির্বাহী কমিটির ভুমিকা, স্থানীয় কৃষির সমস্যা উত্তরণের উপায়, ভবিষ্যতে সমিতিকে টেকসই করার জন্য দায়িত্বরত সদস্যদের কর্তব্য, ফসলের ন্যায্যমূল্য পাওয়ার জন্য সরকারের ঘোষিত ফুড ফর নেশন অ্যাপস এর ব্যবহারের উপর গুরুত্বারোপ করেন।

জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ এম.এম শাহনেয়াজ বলেন, কৃষক সমিতির নেতাদের শতভাগ দায়িত্ব ও কর্তব্য পালন, আদর্শ গুনাবলী অর্জন করতে হবে। 

সামাজিক নিরাপত্তা নিশ্চিত ও ব্যবসাভিত্তিক কৃষি খামার গঠন সরকারি উন্নয়ন সহায়তার বিষয় ও সমবায় আইনের আওতায় সিআইজি কৃষক সমবায় সমিতির করণীয় বিষয়ে আলোচনা করেন উপজেলা সমবায় অফিসার  ক্যাবুহ্রী মার্মা ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওমর ফারুক।

-সিভয়েস/এসসি

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়