Cvoice24.com


মারা যাওয়া সেই আয়া করোনা আক্রান্ত ছিলেন

প্রকাশিত: ০৬:৩০, ২ জুন ২০২০
মারা যাওয়া সেই আয়া করোনা আক্রান্ত ছিলেন

 

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের স্বাস্থ্য কর্মী (আয়া) হাসিনা আক্তার করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। মঙ্গলবার (২ জুন) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব মাসুম।

এর আগে গতকাল সোমবার সকালে জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ৬০ বছর বয়সী এ স্বাস্থ্যকর্মীর। তবে মৃত্যু হওয়ার আগে গত ২৯ মে তার নমুনা সংগ্রহ করা হয়। যার ফলাফল পাওয়া যায় সোমবার রাতে। 

জানা যায়, হাসিনা আক্তারের নমুনা পরীক্ষা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে। সোমবার ওই ল্যাবে ২৭২ জনের নমুনা পরীক্ষা করা হয়। তারমধ্যে তারও ফলাফল পজেটিভ আসে। 

করোনা আক্রান্ত হয়ে চিরবিদায় স্বাস্থ্যকর্মীর, জেনারেলে বাকিদের বেতন বন্ধ ৫ মাস হাসপাতালটির স্বাস্থ্যকর্মীরা বলছেন, করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া হাসিনার প্রায় ৫ মাসের বেতন বকেয়া। সোমবার সকালে মারা হওয়া হাসিনা হাসপাতালটির 'ফ্লু কর্ণারে' পরিচ্ছন্ন কর্মী হিসেবে কাজ করতো বলে জানিয়েছেন তার সহকর্মীরা। 

এর ফলে চরম অসন্তোষ বিরাজ করছে নগরের 'কোভিড হাসপাতাল' হিসেবে পরিচিত জেনারেল হাসপাতালের আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগ পাওয়া বাকি ৩৫ জন চতুর্থ শ্রেণির কর্মচারীদের মধ্যে। 

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়