করোনার সেবা দিতে সিভিল সার্জন অফিসের কন্ট্রোল রুম

প্রকাশিত: ১৬:৫৯, ২৯ মে ২০২০
করোনার সেবা দিতে সিভিল সার্জন অফিসের কন্ট্রোল রুম

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রান্ত কন্ট্রোল রুম চালু করেছে। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বির নেতৃত্বে জেলার পরিসংখ্যানবিদ সুজন বড়ুয়া ইনচার্জ হিসেবে দায়িত্বে রয়েছেন।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, সিভিল সার্জন অফিসের একজন চিকিৎসকের নেতৃত্বে প্রতিদিন ২ শিফটে চারজন করে দায়িত্ব পালন করছেন। এক শিফটে ২ জন করে প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা প্রথম শিফট। রাত ৮টা থেকে পরের দিন সকাল ৮টা পর্যন্ত ২ শিফট করে দায়িত্ব পালন করছেন। 

দিনের ২৪ ঘণ্টা এই কন্ট্রোল রুম চালু থাকছে বলে জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। তিনি আরও জানান, চট্টগ্রাম জেলার করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রান্ত সব ধরনের তথ্য ফোন করে জানা যাবে কন্ট্রোল রুম থেকে। কন্ট্রোল রুমের নাম্বার ০৩১-৬৩৪৮৪৩। এছাড়াও জেলার ফোকাল পারসন ডা. মো. নুরুল হায়দার, মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল)-০১৮১৬০৩১১২১।

প্রসঙ্গত, চট্টগ্রামে করোনা আক্রান্ত মোট ২ হাজার ৪২৯ জন। এর মধ্যে চট্টগ্রাম মহানগরে ১ হাজার ৯২৬ ও জেলার উপজেলায় ৫০৩ জন।

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়