Cvoice24.com


৩১ মে’র আগেই নগরীতে গণপরিবহনের ছুটাছুটি

প্রকাশিত: ১০:৫৮, ২৯ মে ২০২০
৩১ মে’র আগেই নগরীতে গণপরিবহনের ছুটাছুটি

করোনাভাইরাস পরিস্থিতিতে সরকার ঘোষিত সাধারণ ছুটির মেয়াদ শেষ হচ্ছে ৩০ মে। এ সময় থেকে ১৫ জুন পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে গণপরিবহন চালুর ঘোষণা আসার সাথে সাথে নগরীর ব্যস্ততম সড়কগুলোতে শুরু হয়েছে গণপরিবহনের ছুটাছুটি। থেমে নেই ট্রাক, কাভার্ডভ্যান, লরিসহ ব্যক্তিগত গাড়ির চলাচলও।

শুক্রবার (২৯ মে) সরেজমিনে নগরীর ব্যস্ততম এলাকা ইপিজেড মোড়ে গণপরিবহন সারি সারি লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। ইপিজেড মোড় থেকে যাওয়া যাচ্ছে নির্দিষ্ট গন্তব্যস্থলে। বাসের সামনে গার্মেন্টের ব্যানার দেওয়া থাকলেও সাধারণ যাত্রীদের নিয়ে রুট অনুযায়ী বিভিন্ন স্থানে যাওয়ার উদ্দেশ্যে যাত্রি ডাকাডাকি করছে। আর যাত্রিরাও স্বাস্থ্য সম্পর্কিত বিধি নিষেধ না মেনেই চড়ে বসছেন গণপরিবহনে।

অভিযোগ আছে, করোনাকালীন সময়ে গার্মেন্টস কর্মীদের আনা নেওয়ার সুবিধার্থে ব্যানার সাঁটিয়ে সীমিত হারে গণপরিবহনের সিদ্ধান্ত দেয় সিএমপি। সিএমপির এমন সিদ্ধন্তে গার্মেন্টস মালিক শ্রমিকদের সুবিধা হলেও ব্যানারকে পুঁজি করে রমজানে ভাড়ায় মেতে উঠেছেন পরিবহন স্টাফেরা।

ইপিজেড এলাকার বাসিন্দা ওমর শরিফ নাইম সিভয়েসকে বলেন, যেখানে প্রতিদিনই করোনা আক্রান্ত রোগী বৃদ্ধি পাচ্ছে সেখানে সীমিত পরিসরেই গাড়ি চলার সিদ্ধান্তের আগেই গণপরিবহন চলাচল করছে। এর আগেও ব্যানার সাঁটিয়ে গার্মেন্টস কর্মীদের আনা নেওয়া করা ছাড়াও ভাড়া মেরেছে গণপরিবহনগুলো।

বাংলাদেশে লকডাউন শিথিল করায় সংক্রমণ হার আগের চেয়ে বেড়েছে। গত কয়েকদিন ধরে প্রতিদিন গড়ে দুই শতাধিক রোগী শনাক্ত হচ্ছেন। যাদের নমুনা পরিক্ষায় রিপোর্ট পজিটিভ। আগের চেয়ে মৃত্যু হারও বেড়েছে। প্রতিদিন মৃত্যুর সংখ্যা গড়ে ১০ জন ছাড়িয়ে যাচ্ছে। এ রিপোর্ট লিখা পর্যন্ত বন্দর নগরীতে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ২ হাজার ২০০ জন। এ পর্যন্ত মারা গেছেন ৬১ জন। করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন প্রায় ১শ’ ৩১ জন।

গণপরিবহন চলাচলের বিষয়ে জানতে চাইলে সিএমপির উপকমিশনার আবু বক্কর সিদ্দিকী সিভয়েসকে বলেন, ৩১ মে থেকেও সীমিত পরিসরেই গণপরিবহন চলবে। প্রত্যেক মোড়ে আমাদের টিম আছে। মোড়ে মোড়ে চেকিংয়ের ব্যবস্থা আছে। আইন ভঙ্গকারীদের আমরা প্রত্যেকদিন জরিমানার আওতায় আনছি।

বাস চালক রতন দাস সিভয়েসকে বলেন, সীমিত পরিসরে গণপরিবহন চালু সম্ভব নয়। লকডাউনে পরিবার নিয়ে কষ্টে আছি। দেনাও বেড়েছে গলা সমান। পেটের দায়ে ঝুঁকি নিয়ে  রাস্তায় গাড়ি নিয়ে বের হয়েছি। টানাটানিতে আর সংসার চলছে না।

ডিসি ট্রাফিক (উত্তর) মো. শহীদুল্লাহ সিভয়েসকে বলেন, সরকারের ঘোষণা অনুযায়ী ৩১ মে থেকে সীমিত পরিসরেই গাড়ি চলবে। সড়কে গাড়ি চললে আমরা সেই সব গাড়িকে জরিমানা করছি। আর যে সব গাড়ি অতিরিক্ত যাত্রি বহন করছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করছেন বলে তিনি জানান।

-সিভয়েস/এনআর/এসসি

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়