Cvoice24.com

আশঙ্কাজনক এএসআইকে ঢাকায় প্রেরণ
করোনার হানায় তছনছ চমেক পুলিশ ক্যাম্প, আক্রান্ত ১০

প্রকাশিত: ০৯:৪৪, ২৯ মে ২০২০
করোনার হানায় তছনছ চমেক পুলিশ ক্যাম্প, আক্রান্ত ১০

চট্টগ্রামজুড়ে করোনার হানায় এবার একেবারেই তছনছ হয়ে গেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ি। সেখানে দায়িত্বরত ১৬ সদস্যের টিমের মধ্যে ১০ জনের শরীরেই করোনাভাইরাসের বিষ ঢুকেছে। এরমধ্যে এক এএসআইয়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম থেকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে।

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক জহিরুল হক ভূঁইয়া সিভয়েসকে বলেন, 'আমার ফাঁড়ির ১৬ সদস্যের মধ্যে ১০ জনই করোনা ভাইরাসে আক্রান্ত। গতকাল বৃহস্পতিবার একসাথে ৫ জন আর এরআগ আক্রান্ত হয়েছে আরও ৫ জন। এখন আমি আর ৫ সদস্য আপাতত করোনামুক্ত আছি, তাও কতক্ষণ থাকতে পারবো আল্লাহ জানে।'

তিনি বলেন, 'গত ২৬ মে করোনা ভাইরাসে আক্রান্ত ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া করোনা ভাইরাসে আক্রান্ত হন। তিনি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার ডায়াবেটিকসসহ উচ্চ রক্তচাপের সমস্যা ছিল। এখন অবস্থার অবনতি হওয়ায় তাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হচ্ছে।'

-সিভয়েস/এডি/এসসি

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়