Cvoice24.com


দেশে করোনা শনাক্তের সর্বোচ্চ রের্কড ২,৫২৩, মারা গেছেন ২৩ জন

প্রকাশিত: ০৯:০০, ২৯ মে ২০২০
 দেশে করোনা শনাক্তের সর্বোচ্চ রের্কড ২,৫২৩, মারা গেছেন ২৩ জন

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরো ২৩ জন মারা গেছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতর। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৫৮২ জনে। এছাড়া একদিনে নতুন করে সনাক্ত হয়েছে ২,৫২৩ জন। নতুন শনাক্ত নিয়ে মোট শনাক্তের পরিমাণ ৪২,৮৪৪ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৯০ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৯ হাজার ১৫ জন।

শুক্রবার (২৯ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতেরর নিয়মিত সংবাদ বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, দেশে করোনার নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২২.৩৩ শতাংশ; মৃত্যু হার ১.৩৬ শতাংশ; সুস্থতার হার ২১.০৪ শতাংশ। এর আগে দেশে করোনাভাইরাসে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড ছিল ২ হাজার ২৯ জন, ২৮ মে। আর সর্বোচ্চ মৃত্যুর রেকর্ডটি হয়েছে ২৪ মে, ২৮ জন।

-সিভয়েস/এসসি

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়