Cvoice24.com


করোনা উপসর্গ নিয়ে জেনারেল হাসপাতালে মোগলটুলির বাসিন্দার মৃত্যু

প্রকাশিত: ০৬:১৮, ২৯ মে ২০২০
করোনা উপসর্গ নিয়ে জেনারেল হাসপাতালে মোগলটুলির বাসিন্দার মৃত্যু

ছবি : সিভয়েস

করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সৌলভ চৌধুরী (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ মে) সকাল সাড়ে ৯টার দিকে জেনারেল হাসপাতালের আইসিউতে তার মৃত্যু হয়। তিনি নগরের ডবলমুরিং থানাধীন মোগলটুলি এলাকার বাসিন্দা। গত ২৮ মে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আনা হলে তাকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব জানান, করোনাভাইরাস (কোভিড-১৯) উপসর্গ নিয়ে গতকাল এক রোগী হাসপাতালে ভর্তি হন। শারীরিক অবস্থা খারাপ থাকায় আইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল। আজ (শুক্রবার) সকাল সাড়ে ৯টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।

সিভয়েস/এনআর/সিভয়েস

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়