Cvoice24.com


কক্সবাজারের ল্যাবে লোহাগাড়ার ৬ জনের করোনা শনাক্ত

প্রকাশিত: ১৬:২২, ২৮ মে ২০২০
কক্সবাজারের ল্যাবে লোহাগাড়ার ৬ জনের করোনা শনাক্ত

কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে করোনা ভাইরাস (কোভিড-১৯) নমুনা পরীক্ষায় লোহাগাড়া উপজেলার ৬ জন ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে। 

আজ বৃহস্পতিবার রাত ৯টায় বিষয়টি নিশ্চিত করেন লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ।

এ নিয়ে লোহাগাড়া উপজেলায় মোট করোনায় আক্রান্ত হন ৫৫ জন। সুস্থ হয়েছেন ২২ জন। মারা গেছে ৩ জন। গত ২০ মে আক্রান্ত ব্যক্তিদের নুমনা সংগ্রহ করা হয়েছিল।

আক্রান্ত ব্যক্তিরা হলেন- লোহাগাড়া থানার সাব-ইন্সপেক্টর, উপজেলার উত্তর আমিরাবাদ ৪নং ওয়ার্ডের আবুল বশর (৫৬), জিনু মজুমদার (৪৫), কলাউজান নিয়াজি পাড়া এলাকার আব্দুল আলিম (৬৪), তার স্ত্রী জাহানারা বেগম (৫৬) ও তার পুত্র কাইছার হামিদ (২৬)।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ বলেন, করোনায় আক্রান্ত পুলিশ সদস্য হোম আইসোলেশনে রয়েছে। অন্যরাও তাদের বাড়িতে হোম আইসোলেশনে রয়েছে।

লোহাগাড়া প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়