Cvoice24.com


লোহাগাড়ায় নতুন আক্রান্ত ৩, মোট ৪৯

প্রকাশিত: ১৫:৫১, ২৭ মে ২০২০
লোহাগাড়ায় নতুন আক্রান্ত ৩, মোট ৪৯

ছবি: সংগৃহীত

কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে করোনার (কোভিড-১৯) নমুনা পরীক্ষায় ব্যাংকের পিয়নসহ ৩ জনের করোনা পজিটিভ। 

আজ বুধবার বিকেলে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে রিপোর্টে তাদের দেহে করোনা পজিটিভ আসে। রাত সাড়ে ৮টায় বিষয়টি নিশ্চিত করেন লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য প:প: কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ।
 
এ নিয়ে লোহাগাড়ায় করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৯ জন, সুস্থ হয়েছেন ২২ জন, মৃত্যুবরণ করেছেন ২ জন। এছাড়া চট্টগ্রাম মহানগরে করোনা আক্রান্ত হয়ে লোহাগাড়ায় বাড়িতে হোম আইসোলেশনে ১ জন।

আক্রান্তরা হলেন- ব্র্যাক ব্যাংক লোহাগাড়া শাখার পিয়ন ও লোহাগাড়া সদর ইউনয়নের দর্জি পাড়ার বাসিন্দা নেজাম উদ্দিন (৪৫), আমিরাবাদ ইউনিয়ন ইউনিয়নের মাস্টার পাড়ার বাসিন্দা জাহেদ হোসেন (৩২), অপরজন পুটিবিলা ৩নং ওয়ার্ড মাওলানা পাড়ার মো. আবদুল্লাহ (৪০)।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য প:প: কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ বলেন, করোনায় আক্রান্তের সংখ্যা দিনদিন বাড়ছে। কক্সবাজার ল্যাবে নমুনা পরীক্ষায় জট লেগে আছে। রিপোর্ট পেতে দেরিও হচ্ছে। এদিকে করোনার উপসর্গ নিয়ে নমুনা পরীক্ষা দিয়ে অনেকে সুস্থ হয়ে ওঠেছে। তাদের রিপোর্ট পজিটিভ আসছে। রিপোর্ট যতো তাড়াতাড়ি আসবে ততো ভালো হয়। আক্রান্ত ব্যক্তিকে আইসোলেশেন রাখা যায়।

লোহাগাড়া প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়