image

আজ, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০ ,


জেনারেল হাসপাতাল

আইসিইউর ১০ বেডই যেন অন্ধের যষ্ঠি!

আইসিইউর ১০ বেডই যেন অন্ধের যষ্ঠি!

চট্টগ্রামে করোনা চিকিৎসায় প্রয়োজনের তুলনায় অপর্যাপ্ত আইসিইউ শয্যা নিয়ে আলোচনা ছিল শুরু থেকেই। করোনা পজিটিভ শনাক্তের সংখ্যা দেড় হাজার ছুঁইছুঁই (১৪৮০) হলেও রোগীদের চিকিৎসায় জেনারেল হাসপাতালের ১০টি আইসিইউ সিটকে বলা চলে অনেকটা অন্ধের যষ্ঠি।

গত কয়েকদিন ধরে এর সবগুলো শয্যাই ছিল রোগী দিয়ে ভর্তি। ফলে নতুন রোগীদের আইসিইউ সাপোর্টের প্রয়োজন হলে বেশিরভাগ ক্ষেত্রেই তা দেয়া যাচ্ছেনা। বিশেষ কোন ক্ষেত্রে উচ্চ পর্যায়ের তদবিরে আগে থেকে আইসিইউতে থাকা কোন রোগীকে আইসোলেশনে স্থানান্তরিত করে নতুন রোগীকে আইসিইউতে ভর্তি করে পরিস্থিতি সামাল দিচ্ছিল হাসপাতাল কর্তৃপক্ষ। 

সর্বশেষ এরকম নির্মম image অভিজ্ঞতার শিকার হলেন দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান এস আলম গ্রুপের চেয়ারম্যানের পরিবারের দুই সদস্য। তারা নিজেরাই নামকরা শিল্প উদ্যোক্তা ও এস আলম গ্রুপের পরিচালক। 

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বড় ভাই মোরশেদুল আলমকে নিজের আইসিইউ সিটে জায়গা করে দিয়েও বাঁচাতে পারেননি অপেক্ষাকৃত কম অসুস্থ ছোট ভাই রাশেদুল আলম। গত ১৭ মে ৪ ভাই সহ করোনা পজিটিভ শনাক্ত হন মোরশেদুল আলম। এর পর থেকে বাসাতেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি।

বৃহস্পতিবার (২১ মে) বিকেলে মোরশেদুল আলমের শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে আইসিইউ ওয়ার্ডে আগে থেকেই এস আলম পরিবারের আরেক সদস্য রাশেদুল আলম চিকিৎসাধীন ছিলেন।

জানা গেছে, মোরশেদুল আলমের আইসিইউ সাপোর্টের প্রয়োজন হলেও কোন সিট খালি না থাকায় তাকে আইসিইউতে নেয়া যাচ্ছিল না। তবে অপর ভাই রাশেদুল আলমের শারীরিক অবস্থার তুলনামূলক উন্নতি হওয়ায় তাকে আইসিইউ ওয়ার্ড থেকে সরিয়ে সেখানে প্রায় মুমূর্ষু অবস্থায় তাদের বড় ভাই মোরশেদুল আলমকে ভর্তি করা হয় পরিবারের সম্মতিতেই। 

তবে ছোট ভাইয়ের এই ত্যাগও মোরশেদুল আলমকে শেষ রক্ষা করতে পারেনি। জেনারেল হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২২ মে) রাত ১০টা ৫০ মিনিটে মারা যান তিনি।

৬২ বছর বয়সে মারা যাওয়া মোরশেদুল আলম দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের বড় ভাই।

করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া মোরশেদুল আলম এস আলম গ্রুপের পাশাপাশি এনআরবি গ্লোবাল ব্যাংকের পরিচালক ছিলেন।

শুক্রবার মধ্যরাতে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের আত্মীয় রেজাউল হক চৌধুরী মোস্তাক ফেসবুকে লিখেছেন, 'করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর থেকে মোরশেদুল আলম তার অন্য চার ভাইয়ের সঙ্গে চট্টগ্রামের সুগন্ধার বাসায় চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু বৃহস্পতিবার (২১ মে) বিকেলে মোরশেদুল আলমের শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে আইসিইউ ওয়ার্ডে আগে থেকেই এস আলম পরিবারের আরেক সদস্য রাশেদুল আলম চিকিৎসাধীন ছিলেন।'

তিনি আরও লিখেছেন, 'চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউ ওয়ার্ডের দশটি শয্যার সবকটিই পূর্ণ থাকায় সেখানে গুরুতর অসুস্থ মোরশেদুল আলমকে ভর্তি করা যাচ্ছিল না। তবে অপর ভাই রাশেদুল আলমের শারীরিক অবস্থার তুলনামূলক উন্নতি হওয়ায় তাকে আইসিইউ ওয়ার্ড থেকে সরিয়ে সেখানে প্রায় মুমূর্ষু অবস্থায় তাদের বড় ভাই মোরশেদুল আলমকে ভর্তি করা হয়।'

প্রয়াত মোরশেদুল আলমকে শনিবার (২৩ মে) রাত ১টা ৩০ মিনিটে  পটিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে পিতার কবরের পাশে চির নিদ্রায় সমাহিত করা হয়। 

আরও পড়ুন

বৈরী আবহাওয়া থামিয়ে দিল জেলেদের জীবিকা

বৈরী আবহাওয়া ও সাগর উত্তাল থাকার কারণে সাগরে মাছ শিকারে ঝুঁকি থাকায় মাছ বিস্তারিত

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৪৩ জন, একজনের মৃত্যু 

চট্টগ্রামে সর্বশেষ নমুনা পরীক্ষায় আরো ৪৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত বিস্তারিত

আহমদ শফীর মৃত্যু ‘অস্বাভাবিক’, বিচার বিভাগীয় তদন্তের দাবি

হেফাজতে ইসলামের আমির ও দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আহমদ বিস্তারিত

ওয়াসার এমডির দুর্নীতি আড়াল করতেই সাজানো আগুন?

চট্টগ্রাম ওয়াসার বিভিন্ন প্রকল্পে দুর্নীতি খতিয়ে দেখতে দুর্নীতি দমন বিস্তারিত

পাহাড় ধ্বসের আশঙ্কায় জেলা প্রশাসনের ১৯ আশ্রয় কেন্দ্র

চলমান ভারী বর্ষণে পাহাড় ধ্বসের আশঙ্কায় ১৯ টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা বিস্তারিত

বৃষ্টির দাপট অব্যাহত, ৩ নম্বর সতর্ক সংকেত

তীব্র তাপদাহ থামিয়ে দিয়ে তিন দিন ধরে ঝরছে গুড়িগুড়ি বৃষ্টি।  কখনও  বিস্তারিত

আগ্রাবাদে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নগরীর আগ্রাবাদ এলাকার সিডিএ আবাসিক এলাকার একটি বাসা থেকে প্রিতম বড়ুয়া (২২) বিস্তারিত

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় শনাক্ত আরো ৫৩ জন

চট্টগ্রামে সর্বশেষ নমুনা পরীক্ষায় আরো ৫৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত বিস্তারিত

কাজীর দেউড়ি থেকে উচ্ছেদ হলো ৩০ অবৈধ দোকান

নগরীর কাজীর দেউড়ি সংলগ্ন আউটার স্টেডিয়াম এলাকায় ফুটপাত দখল করে অবৈধ বিস্তারিত

সর্বশেষ

বৈরী আবহাওয়া থামিয়ে দিল জেলেদের জীবিকা

বৈরী আবহাওয়া ও সাগর উত্তাল থাকার কারণে সাগরে মাছ শিকারে ঝুঁকি থাকায় মাছ বিস্তারিত

আমিরাবদে ২ চেয়ারম্যানসহ ৭ জনের প্রার্থীতা বাতিল

লোহাগাড়ার আমিরাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২ চেয়ারম্যান প্রার্থীর ঋণ বিস্তারিত

নগর সেবায় চসিকের পরামর্শক কমিটির হোয়াটসঅ্যাপ গ্রুপ

নগরবাসীদের সেবা দিতে গিয়ে বছরের পর বছর ধরে আয় ব্যয়ের হিসাব মিলিয়ে উঠতে বিস্তারিত

গরু চুরির অপবাদ, কোদাল দিয়ে মাথা ন্যাড়া

বাজার থেকে ডেকে নিয়ে গরু চুরির অপবাদে ছৈয়দ আহমদ (১৭) নামের এক যুবককে বেঁধে বিস্তারিত

সর্বস্বত্ত্ব সংরক্ষিত, এই ওয়েব সাইটের যেকোন লিখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনি