Cvoice24.com


শরণার্থী শিবিরে চিকিৎসাকেন্দ্র বানাচ্ছে ইউনিসেফ

প্রকাশিত: ০৭:৫৯, ১৬ মে ২০২০
শরণার্থী শিবিরে চিকিৎসাকেন্দ্র বানাচ্ছে ইউনিসেফ

কক্সবাজারে শরণার্থী শিবিরে ২১০ শয্যাবিশিষ্ট একটি চিকিৎসাকেন্দ্র নির্মাণ করতে যাচ্ছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। চলতি মাসের ৩০ তারিখের মধ্যে এ চিকিৎসাকেন্দ্রের সব শয্যা প্রস্তুত করার পরিকল্পনা হয়েছে।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার এক বিবৃতিতে জানিয়েছেন, রোহিঙ্গা শিবিরে একজন করোনায় আক্রান্ত হয়েছেন। অপরদিকে ওই ক্যাম্পের কাছাকাছি এক বাংলাদেশিও করোনায় আক্রান্ত হয়েছেন। শরণার্থী শিবিরে যারা করোনায় আক্রান্ত হবেন তাদের সেবা দিতেই নির্মাণ করা হচ্ছে ইউনিসেফের এই হাসপাতাল।

জানা গেছে, সেখানে আইসোলেশনের ব্যবস্থাও থাকবে। এ জন্য ইউনিসেফের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। এছাড়া এ কেন্দ্রের জন্য পাঠানো হয়েছে চিকিৎসা সরঞ্জাম।

ওই ক্যাম্পে দু'জনের করোনা পজিটিভ ধরা পড়ার পর গতকাল শুক্রবার ইউনিসেফের পক্ষ থেকে এমন ঘোষণা দেয়া হলো।

-সিভয়েস/এসসি

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়