Cvoice24.com

চট্টগ্রামে আজ, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

সময় ঘন্টা মিনিট সেকেন্ড


চট্টগ্রামে বেপজার লে-অফ অনুমোদন পেলো ১২ কারখানা 

প্রকাশিত: ১৬:৫১, ১২ এপ্রিল ২০২০
চট্টগ্রামে বেপজার লে-অফ অনুমোদন পেলো ১২ কারখানা 

চট্টগ্রাম ইপিজেডের এ পর্যন্ত প্রায় ১২ টি কারখানাকে লে-অফের অনুমোদন দিয়েছে বেপজা। এ ছাড়া গত দুইদিনেই আরও ১২টি কারখানা নতুন করে লে-অফের সুযোগ চেয়ে আবেদন করেছে বলে বেপজা সূত্রে জানা গেছে। অনুমোদনের অপেক্ষায় আছে আরো ২ টি আবেদন।

বাংলাদেশ ইপিজেড শ্রম আইন-২০১৯ এর ১১ ধারা অনুযায়ী বেপজার অনুমোদন সাপেক্ষে করোনাভাইরাসের কারণে বিশ্বব্যাপী সংকট ও কার্যাদেশ না থাকায় কারখানা লে-অফের ঘোষণা দেওয়া হয়। লে-অফ থাকাকালীন বাংলাদেশ ইপিজেড শ্রম আইনের ১৫ ধারা অনুযায়ী ক্ষতিপূরণ প্রাপ্ত হবে।শ্রম আইনে লে-অফের ক্ষতিপূরণ হিসেবে মূল বেতনের অর্ধেকের পাশাপাশি বাড়ি ভাড়ার পুরো অংশ পাবেন শ্রমিকরা। একই সাথে বোনাসও পাবেন পুরোটাই। তবে যাদের চাকুরীর বয়স ১ বছর হয়নি তারা কোন সুবিধাই পাবেন না।

বেপজার মহাব্যবস্থাপক (জনসংযোগ) নাজমা বিনতে আলমগীর গনমাধ্যমকে বলেন, শ্রমিকদের আর্থিক সুরক্ষার জন্যই আমরা মালিকদের আবেদন মেনে নিচ্ছি। করোনার কারণে বিশ্ব পরিস্থিতি যেদিকে যাচ্ছে সেটা বিবেচনায় নিলে লে-অফে শ্রমিকরা তাদের মোট বেতনের প্রায় ৭০ শতাংশই পাবে। এক্ষেত্রে মালিকরা ক্ষতিগ্রস্থ হলেও আমরা শ্রমিকদের আর্থিক নিরাপত্তার বিষয়টি বেশি মাথায় রেখেছি।

বেপজা বলছে, আগামি ২-৩ দিনের মধ্যে আরও ১৫ থেকে ২০টি কারখানা লে-অফের আবেদন করতে পারতে পারে বলে  আশঙ্কা করা হচ্ছে।

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়