Cvoice24.com


সংসদ টিভিতে প্রাথমিকের ক্লাস শুরু

প্রকাশিত: ০৫:০৩, ১২ এপ্রিল ২০২০
সংসদ টিভিতে প্রাথমিকের ক্লাস শুরু

আজ থেকে সংসদ টিভিতে ক্লাস করবে প্রাথমিকের শিক্ষার্থীরা। এর আগে গত সপ্তাহে সংসদ টিভিতে মাধ্যমিকের ক্লাস সম্প্রচার করা হয়েছিল। আজ রবিবার (১২ এপ্রিল) শুরুতে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির ক্লাস সম্প্রচার করা হচ্ছে। প্রতিদিন দুটি ক্লাস প্রচারিত হবে প্রত্যেক শ্রেণির। ক্লাসের সময় হবে ২০ মিনিট।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরের প্রস্তাব অনুযায়ী আজ সকাল ৯টা থেকে প্রাথমিকের ক্লাস শুরু হয়। 

দায়িত্বশীল সূত্র জানায়, ১২ থেকে ১৬ এপ্রিলের ক্লাস রুটিন প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। প্রাথমিকের শিক্ষার্থীদের বয়স যেহেতু কম, তাই তাদের ক্লাস ৯টায় শুরু করার প্রস্তাব দেওয়া হয়। একপর্যায়ে সিদ্ধান্ত হয় প্রাথমিকের ক্লাস শেষের পর মাধ্যমিকের ক্লাস শুরু হবে।

-সিভয়েস/এসসি/এমএম

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়