Cvoice24.com


চট্টগ্রামে আরো তিনজন করোনায় আক্রান্ত

প্রকাশিত: ১৫:০৫, ৮ এপ্রিল ২০২০
চট্টগ্রামে আরো তিনজন করোনায় আক্রান্ত

চট্টগ্রামে আরো তিনজন করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। চট্টগ্রামে এ নিয়ে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫জন। এর আগে নগরের দামপাড়ায় এক ব্যক্তি ও তাঁর ছেলের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।

বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যায় সিভয়েসকে এ তথ্য জানান চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবির। 

তিনি বলেন, চট্টগ্রামে ৬০ জনের নমুনা পরীক্ষার মধ্যে তিনজনের পজেটিভ এসেছে। তিনজনের একজন সীতাকুণ্ড, একজন নগরীর হালিশহর ও অপরজন সাগরিকা এলাকার বাসিন্দা। আক্রান্তদের একজনের বয়স ৪৫ বছর, আরেকজনের ৪০ বছর এবং অন্যজনের বয়স ৫০ বছর বলেও জানান তিনি।

এর আগে গতকাল মঙ্গলবার পাহাড়তলী শাপলা আবাসিক এলাকায় ওই মহিলার নমুনা সংগ্রহ করে ভবনটি লকডাউন করে দেয় জেলা প্রশাসন। আক্রান্ত ওই মহিলাম স্বামী নগরীর একটি তারকা মানের হোটেলে চাকরি করেন। দীর্ঘদিন ধরে তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন। এছাড়া সাগরিকায় আক্রান্ত হওয়া ব্যক্তির বয়স ৪৫। তিনি একটি গার্মেন্টসে চাকরি করেন। তৃতীয়জন সীতাকুণ্ড থানার উত্তরপাড়া গোডাউন রোড এলাকার বাসিন্দা। তার বয়স ৫০ বছর। প্রত্যেকের বাড়ি লকডাউনের প্রক্রিয়া রয়েছে। তারা কীভাবে করোনায় আক্রান্ত হলেন তা নিশ্চিত হওয়া যায়নি।

 

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়