Cvoice24.com


লোহাগাড়ায় এক বাড়ি লকডাউন

প্রকাশিত: ০৮:০৫, ৮ এপ্রিল ২০২০
লোহাগাড়ায় এক বাড়ি লকডাউন

ছবিঃ প্রতিনিধি

লোহাগাড়া উপজেলার রশিদার পাড়া এলাকায় করোনা ভাইরাস প্রতিরোধে মো. ইদ্রিসের পরিবারের বাড়ি লকডাউন করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) সাড়ে ১১টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. তৌছিফ আহমেদ ওই বাড়িটি লকডাউন করেন।

জানা যায়, চট্টগ্রাম নগরে বহাদ্দারহাট এলাকায় নাজির কমিশনারের বিল্ডিং এ ইদ্রিছের পরিবার ভাড়া বাসা নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করত। গত কয়েকদিন আগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ওই বিল্ডিং এ একজন ব্যক্তি মারা যাওয়ায় বিল্ডিংসহ পুরো এলাকা লকডাউন করে দেনে প্রশাসন। কিন্তু গত মঙ্গলবার গোপনে লকডাউনে থাকাবস্থায় ইদ্রিছ তার পরিবারের ৪ সদস্যকে নিয়ে গ্রামের বাড়ি উপজেলার রশিদার পাড়ায় চলে আসে। খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় লোহাগাড়া পুলিশ বাড়িটি লাল পতাকা দিয়ে হোম কোয়ারেইন্টাইনে থাকার নির্দেশনা প্রদান করেন। বুধবার সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লকডাউন ঘোষণা করেন।

এছাড়াও লকডাউন করা পরিবারকে চাল, ডাল, পেঁয়াজ, তেলসহ শুকনো খাবার দেন উপজেলা প্রশাসন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের লেফটেন্যান্ট মো. এনায়েত কবির, লোহাগাড়া থানার এসআই মো. মাহফুজুর রহমান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. তৌছিফ আহমেদ বলেন, ইদ্রিছের পরিবারকে লকডাউন করে পরিবার থেকে আলাদা হয়ে হোম কোয়ারেইন্টাইনে থাকবে।

-সিভয়েস/এমএম 

লোহাগাড়া প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়