Cvoice24.com


নগরীতে নির্দেশনা অমান্য করায় ৬২ জনকে জরিমানা

প্রকাশিত: ১৫:৪৯, ৫ এপ্রিল ২০২০
নগরীতে নির্দেশনা অমান্য করায় ৬২ জনকে জরিমানা

সরকারি নির্দেশনা অমান্য করায় ৬২ জনকে ১ লাখ ১৪ হাজার ৮০০ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। রোববার (৫ এপ্রিল) বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তারা।

বিষয়টি সিভয়েসকে নিশ্চিত করেন অতিরিক্ত জেলা প্রশাসক কামাল হোসেন বলেন,  সামাজিক দূরত্ব নিশ্চিত অযথা ঘরের বাইরে ঘুরাঘুরি, ব্যক্তিগতগাড়ি ও মোটরসাইকেল নিয়ন্ত্রণে, যত্রতত্র  ত্রাণ বিতরণ কার্যক্রম ও বাজারের দ্রব্যমুল্য নিয়ন্ত্রণে সেনাবাহিনীকে সাথে নিয়ে নির্বাহী কর্মকর্তারা অভিযান চালান। অভিযানে ৬২ জন ব্যক্তিকে বিভিন্ন অপরাধে ১ লাখ ১৪ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়।

তিনি বলেন,  বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত জেলা প্রশাসনের ১০জন নির্বাহী কর্মকর্তা দায়িত্ব পালন করেন। এর মধ্যে ৪ জন নির্বাহী কর্মকর্তা করোনা ভাইরাস সংক্রান্তে সরকারি নির্দেশনা বাস্তবায়ন হচ্ছে-কিনা তা তদারকিতে বিশেষ দায়িত্বে ছিলেন।

সিভয়েস/এসএইচ

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়