Cvoice24.com


চট্টগ্রামে বাবার পর ছেলেও করোনায় আক্রান্ত

প্রকাশিত: ১৪:৩৯, ৫ এপ্রিল ২০২০
চট্টগ্রামে বাবার পর ছেলেও করোনায় আক্রান্ত

চট্টগ্রাম নগরের দামপাড়া এলাকার প্রথম আক্রান্ত হওয়া ওই ব্যক্তির ছেলের শরীরেও করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির। 

তিনি বলেন, নগরের দামপাড়ার করোনাভাইরাস শনাক্ত হওয়ার ওই ব্যক্তির পরিবারের চার সদস্যের নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ওই ব্যক্তির ছেলের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। অন্য তিনজনের নেগেটিভ রিপোর্ট এসেছে।

তিনি আরো বলেন, ‘ওই ছেলের বয়স ২৫ বছর। ছেলেটি খুলশীর বাস্কেটে কাজ করতো। ছেলেটির শারীরিক অবস্থা ভালো আছে বলে জানান তিনি।

উল্লেখ্য, শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) হাসপাতালে কোভিড-১৯ রোগ শনাক্তকরণ পরীক্ষায় চট্টগ্রাম নগরের দামপাড়া এলাকার ওই ব্যক্তির শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। আক্রান্ত ব্যক্তি চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে। গত শুক্রবার রাতেই তাঁর বাড়িসহ নগরীর ৭ টি ভবন ও পটিয়া,চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলায় বেশ কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে।

সিভয়েস/এমআই/
 

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়