Cvoice24.com


লোহাগাড়ায় সরকারি নির্দেশনা অমান্য, ফুলকলি-সিজলকে জরিমানা

প্রকাশিত: ১২:৪৫, ৫ এপ্রিল ২০২০
লোহাগাড়ায় সরকারি নির্দেশনা অমান্য, ফুলকলি-সিজলকে জরিমানা

লোহাগাড়ায় ফুলকলি-সিজলকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সরকারি নির্দেশনা অমান্য করায় এ জরিমানা করা হয়। এসময় একই অপরাধে আরোও তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৫ এপ্রিল) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. তৌছিফ আহমেদ ও  সহকারী কমিশনার (ভূমি) নীলুফা ইয়াছমিন চৌধুরী এ জরিমানা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার পদুয়া বাজার মিষ্টির দোকান সিজল পদুয়া শাখার মো. আলমগীরকে ১০ হাজার টাকা, ফুলকলি পদুয়া শাখাকে ৫ হাজার টাকা, আল-মদিনা স্টোরকে ১ হাজার টাকা, লোহাগাড়া সদর ষ্টার সুপার মার্কেটে রাজস্থান শাড়ীজের জাবেদ হোসেনকে ৩ হাজার টাকা, আপন শপিং সেন্টারে স্ট্যান্ডার্ড কালেকশনের আবদুল মোমেনকে ১ হাজার টাকাসহ মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. তৌছিফ আহমেদ বলেন, করোনাভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা না মানায় সিজল, ফুলকলিসহ পাঁচ দোকানকে দণ্ডবিধি ১৮৬০ সনের ২৬৯ ধারায় ২০ হাজার টাকা  জরিমানা করা হয়। 

লোহাগাড়া প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়