Cvoice24.com


তিন হাজার পরিবহন শ্রমিকের মাঝে ট্রাফিক পুলিশের ত্রাণ

প্রকাশিত: ১২:২২, ৫ এপ্রিল ২০২০
তিন হাজার পরিবহন শ্রমিকের মাঝে ট্রাফিক পুলিশের ত্রাণ

করোনাভাইরাসকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত তিন হাজার পরিবহন শ্রমিকের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে ট্রাফিক পুলিশ। রোববার (৫ এপ্রিল) সকালে নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ কার্যক্রমের উদ্বোধন করেন সিএমপি কমিশনার মো. মাহবুবর রহমান। ট্রাফিক পুলিশের এ কার্যক্রমে সহযোগিতা করেছে এসআলম গ্রুপ।

এসময় উপস্থিত ছিলেন মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এস. এম. মোস্তাক আহমেদ খান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন), শ্যামল কুমার নাথ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) মোহাম্মদ শহীদুল্লাহ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-বন্দর) মো. তারেক আহম্মেদ, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন (চট্টগ্রাম অঞ্চল) সভাপতি মো. মুসা, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন (চট্টগ্রাম অঞ্চল) সাধারণ সম্পাদক অলি আহমদ ও এসআলম গ্রুপের পিএস টু চেয়ারম্যান মো. আকিজ উদ্দিন।

 প্রত্যেক শ্রমিককে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ, ২ কেজি আলু, আধা কেজি লবণ, আধা লিটার তেল ও ১টি সাবান দেওয়া হয়েছে।

সিভয়েস/এসএইচ

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়