Cvoice24.com


বিআইটিআইডি’র চিকিৎসকদের সুরক্ষা সামগ্রী দিলেন মেয়র

প্রকাশিত: ০৮:৪০, ৫ এপ্রিল ২০২০
বিআইটিআইডি’র চিকিৎসকদের সুরক্ষা সামগ্রী দিলেন মেয়র

বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকসাস ডিজিজেস (বিআইটিআইডি)-তে কর্মরত চিকিৎসক, টেকনিশিয়ানদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী দিয়েছেন  সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন। রোরবার (৫ এপ্রিল) দুপুরে  বিআইটিআইডি’র পরিচালক ডা. এম এ হাসান চৌধুরীর হাতে এসব সুরক্ষা সামগ্রী তুলে দেন মেয়র।

চিকিৎসকদেরকে করোনা আক্রান্ত রোগীর নমুনা পরীক্ষা করার সময় আত্ম নিরাপত্তার জন্য ৫০টি পিপিই সেট (মাস্ক,গাউন,গ্লাভস) ও ১৫টি গগলস দেন। 

এসময় উপস্থিত ছিলেন চসিক প্যানেল মেয়র ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, বিআইটিআইডি’র উপপরিচালক ডা. হোসেন রশিদ, তত্ত্ববাধায়ক প্রকৌশলী সুদীপ বসাক উপস্থিত ছিলেন। 

পরবর্তীতে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম শাখা সভাপতি ডা. মুজিবুল হক খান ও সাধারণ সম্পাদক ফয়সল ইকবাল চৌধুরী  বিআইটিআইডি কর্তৃপক্ষকে ১৫টি পিপিই ও ৪’শ মাস্ক দেন। পরবর্তীতে মেয়র উত্তর কাট্টলী ওয়াডস্থ ঢাকা ট্রাঙ্ক রোড এলাকায় জীবাণুনাশক পানি ছিটান।

সিভয়েস/এমআই

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়