Cvoice24.com


চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত

প্রকাশিত: ১৪:৩৭, ৩ এপ্রিল ২০২০
চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত

চট্টগ্রাম বিআইটিআইডিতে করোনাভাইরাসে আক্রান্ত এক রোগী শনাক্ত হয়েছে। শুক্রবার (৩ মার্চ) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। 

তিনি বলেন, শুক্রবার ফৌজদারহাটের বিআইটিআইডিতে করোনাভাইরাসে নমুনা পরীক্ষায় একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্ত রোগী বর্তমানে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আইসোলোশনে রয়েছেন। 

চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবির সিভয়েসকে বলেন, গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম নগরীর দামপাড়া থেকে ৬৭ বছরের এক পুরুষকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেসন ইউনিটে ভর্তি করা হয়। করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। শনাক্ত রোগী বিদেশ ফেরত কারো সংস্পর্শে থাকার নমুনা পায়নি বলে তিনি জানান। 

-সিভয়েস/এমআই/এমএম/এসএএস

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়