Cvoice24.com


মধ্যবিত্ত পরিবারের পাশে দাঁড়াতে চায় সিএমপি

প্রকাশিত: ০৮:৪৯, ৩ এপ্রিল ২০২০
মধ্যবিত্ত পরিবারের পাশে দাঁড়াতে চায় সিএমপি

‌করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষদের সাহায্যের পাশাপাশি এবার মধ্যবিত্ত পরিবারের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। 

শুক্রবার সিএমপি কমিশনার মাহবুবুর রহমান এ বিষয়ে পদক্ষেপ নিতে নগরীর ১৬ থানা ও নগরীর চারটি জোনের উপ-কমিশনারদের নির্দেশনা দিয়েছেন।

বিষয়টি সিভয়েসকে নিশ্চিত করেন সিএমপির জনসংযোগ কর্মকর্তা আবু বকর সিদ্দিকী। তিনি বলেন, করোনা পরিস্থিতিতে মধ্যবিত্তদের মধ্যে যারা অর্থ কষ্টে ভোগছেন তাদেরকে সিএমপির কন্ট্রোল রুম ও ১৬ থানার সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন সিএমপি কমিশনার মাহবুবুর রহমান।

সিএমপি সূত্র জানায়, করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনুযায়ী জনসমাগমকে নিরুৎসাহিত করতে ব্যবসা-বাণিজ্যসহ অর্থ উপার্জনকারী প্রতিষ্ঠানগুলো প্রায় অনেকটা স্থবির। তাই দৃশ্যের বাহিরে সমাজের অনেক মধ্যবিত্ত পরিবার অর্থ কষ্টে ভোগলেও পারিবারিক ও সামাজিক মান সম্মানের বিষয়টি চিন্তা করে তাঁরা সাহায্য নিতে চায় না। ফলে তাঁরা ধার-কর্জ করে বা মূল্যবান সম্পত্তি বিক্রি করে। তাঁদের এই আত্মসম্মানবোধকে স্যালুট  করে সিএমপি তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চায়।

সিএমপি সূত্র আরও জানায়, রাষ্ট্রের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তাঁরা যেহেতু ঘরে অবস্থান করছেন তারই উপহার স্বরূপ সিএমপি কমিশনারের পক্ষ থেকে তাদের বাসায় তাঁদের আত্মসম্মান অক্ষুন্ন রেখে (ছবি তুলবে না বা নাম ঠিকানা ও লিখে রাখবে না) প্রয়োজনীয় খাবার সরবরাহ করা হবে।

‌** সিএমপি হটলাইন: 
‌০১ ৪০০-৪০০ ৪০০           
০১৮ ৮০ ৮০ ৮০ ৮০
**উত্তর বিভাগ:
চাঁদগাও থানা:01769695669, 
পাঁচলাইশ থানা:01769695670, 
বায়েজিদ বোস্তামী থানা ;01769695668, 
খুলশী থানা :01769695666
দক্ষিণ বিভাগ:
কোতোয়ালী থানা:-০১৭৬৯-৬৯৫৬৬৫, 
বাকলিয়া থানা:-০১৭৬৯-৬৯৫৬৬৭, 
চকবাজার থানা:- ০১৭৬৯-৬৯৫৬৭৯, 
সদরঘাট থানা:- ০১৭৬৯-৬৯৫৬৮০
পশ্চিম বিভাগ:-
ডবলমুরিং থানা: 017 69695 671, 
হালিশহর থানা:  017 6969 5673, 
পাহাড়তলী থানা:  017 6969 5672, 
আকবরশাহ থানা: 017 6969 5678
বন্দর বিভাগ:-
বন্দর থানা-01769058149, 01769695674, 
ইপিজেডথানা-01769691106, 01769695677, 
পতেঙ্গা থানা- 01769058150, 01769695675, 
কর্ণফুলী থানা- 01769058151,01769695676

-সিভয়েস/এসএইচ/এমএম

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়