Cvoice24.com


বিআইটিআই'তে করোনার ১৪ নমুনা পরীক্ষা

প্রকাশিত: ১৩:৫২, ২ এপ্রিল ২০২০
বিআইটিআই'তে করোনার ১৪ নমুনা পরীক্ষা

চট্টগ্রামে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস বিআইটিআইডি’তে আরও ১৪ নমুনা পরীক্ষা করা হয়েছে। এর আগে গতকাল বুধবার ৮জনের নমুনা সংগ্রহ করে বিআইটিআইডি। এ পর্যন্ত বিআইটিআইডি’তে ৫৪ জনের ৫৫টি করোনার পরীক্ষার সংগ্রহ করা হলেও চট্টগ্রামে কোন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়নি।

বৃস্পতিবার (২ এপ্রিল) বিকেলে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বিষয়টি নিশ্চিত করেন।

তিনি সিভয়েসকে বলেন, চট্টগ্রামে হোম কোয়ারেন্টিনে থাকা মোট ১০৬ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তাঁদের শরীরে করোনাভাইরাসের কোন ধরনের লক্ষণ পাওয়া যায়নি। বর্তমানে চট্টগ্রামে হোম কোয়েরেন্টাইনে রয়েছে ৮ শত ৭২ জন। হোম কোয়ারেন্টিনে থাকা সবাই সুস্থ আছে জানিয়ে সিভিল সার্জন বলেন, বিআইটিআই'তে আজ আরও ১৪ করোনাভাইরাসের পরীক্ষা করা হয়েছে। এছাড়া আইসোলেশনে রয়েছে ৬ জন।

উল্লেখ্য, গত মঙ্গলবার (৩১ মার্চ) রাতে এক নারী বিআইটিআইডি’তে ও গতকাল বুধবার (১ এপ্রিল) সকালে এক কিশোর চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আইসোলেশনে ইউনিটে
চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। 

সিভয়েস/এমআই/

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়