Cvoice24.com


নগরীর দুই স্পটে সিএমপি’র ত্রাণ বিতরণ

প্রকাশিত: ০৮:১৯, ২ এপ্রিল ২০২০
নগরীর দুই স্পটে সিএমপি’র ত্রাণ বিতরণ

নগরীর দুটি গুরুত্বপূর্ণ স্পটে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। বৃহস্পতিবার পৃথকভাবে দুই স্পটে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

দুই স্পট হলো- সিএমপির বন্দর জোন ও উত্তর জোন। দুই স্পটেই ত্রাণ সামগ্রী বিতরণ উদ্ভোদন করেন নগর পুলিশ কমিশনার মাহবুবুর রহমান। বন্দর জোনের কার্যক্রম শুরু হয় বন্দর থানা কম্পাউন্ড থেকে এবং নগরীর পাশলাইশের শাইলা স্কয়ার থেকে শুরু হয় উত্তর জোনের কার্যক্রম।

সিএমপি সুত্র জানায়, বন্দর জোনের ৩ হাজার পরিবার এবং উত্তর জোনে ৩ হাজার পরিবারের কাছে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল- ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি তেল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ টি সাবান, ১ কেজি লবন ও ১ কেজি আটা।

সিএমপির জনসংযোগ কর্মকর্তা আবু বকর সিদ্দিকী সিভয়েসকে বলেন, করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে বেশ কয়েকদিন ধরে সরকারি ছুটি চলছে। এমন অবস্থায় অসংখ্য কেটে খাওয়া মানুষ কর্মহীন হয়ে পড়েছে। মূলত এসব কারণেই ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বা খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। এই কার্যক্রম চলমান থাকবে।

-সিভয়েস/এসএইচ/এমএম

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়