Cvoice24.com


সেনাবাহিনীকে সাথে নিয়ে নগরীতে অভিযান চার ম্যাজিস্ট্রেটের

প্রকাশিত: ০৬:১৫, ২ এপ্রিল ২০২০
সেনাবাহিনীকে সাথে নিয়ে নগরীতে অভিযান চার ম্যাজিস্ট্রেটের

নগরীতে করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে সেনাবাহিনীকে সাথে নিয়ে অভিযান পরিচালনা করবে জেলা প্রশাসনের চারজন ম্যাজিস্ট্রেট। বৃহস্পতিবার সকাল থেকে সেনাবাহিনীকে সাথে নিয়ে ম্যাজিস্ট্রেটরা এ অভিযান পরিচালনা করছে এবং প্রতিদিন এ অভিযান চলমান থাকবে।

জেলা প্রশাসন বলছে, করোনা ঠেকাতে প্রতিদিন চারজন ম্যাজিস্ট্রেট মাঠে থেকে কাজ করবেন। তাদেরকে সহায়তা করতে পাশে থাকবেন সেনাবাহিনী। প্রয়োজন ছাড়া যারা ঘর থেকে বের হবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন সেনাবাহিনী ও ম্যাজিস্ট্রেটগণ। এছাড়াও বিদেশ ফেরতদের হোম কোয়ারান্টাইন নিশ্চিত করতে কাজ করবেন।

জেলা প্রশাসন সূত্র আরও জানায়, রাস্তায় প্রয়োজন ছাড়া যারা গাড়ী নামাচ্ছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। অকারণে রাস্থায় কাউকে নামতে দেওয়া হবে না। নামলেই ব্যবস্থা নেয়া হবে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম সিভয়েসকে বলেন, নগরীতে করোনা ঠেকাতে প্রতিদিন চারজন ম্যাজিস্ট্রেট সার্বিক বিষয় দেখাশোনা করবেন। তাদের সহযোগিতা করবেন সেনাবাহিনী। এক প্রশ্নের জবাবে তৌহিদুল ইসলাম বলেন, করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে যারা সহযোগিতা করবেন না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার নগরীতে যে চারজন ম্যাজিস্ট্রেট সেনাবাহিনীকে নিয়ে অভিযান চালাবেন। তারা হলেন- ম্যাজিস্ট্রেট আবদুস সামাদ শিকদার (চান্দগাঁও, পাঁচলাইশ, খুলশী, বাকলিয়া), ম্যাজিস্ট্রেট সুজন চন্দ্র রায় (ডবলমুরিং, বন্দর, ইপজেড), ম্যাজিস্ট্রেট তাহমিনা শারমিন (চকবাজার, বায়েজিদ, সদরঘাট, কোতোয়ালী) ও ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সিদ্দিক (হালিশহর, পাহাড়তলি, আকবর শাহ)।

-সিভয়েস/এসএইচ/এমএম

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়