Cvoice24.com


আরো ৭ দিনের ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

প্রকাশিত: ১৪:০৩, ১ এপ্রিল ২০২০
আরো ৭ দিনের ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

আরো ৭ দিনের ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

আগামি ৫ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রনালয়। এই প্রজ্ঞাপনে ১০ ও ১১ এপ্রিলের সাপ্তাহিক ছুটিও যুক্ত থাকবে বলে উল্লেখ করা হয়েছে।  তবে বিদ্যুৎ-পানি-গ্যাস, ফায়ার সার্ভিস, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেটের মতো জরুরি পরিষেবা এই সাধারণ ছুটির আওতার বাইরে থাকবে।

বুধবার (০১ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আরো উল্লেখ করা হয় ,  জরুরি প্রয়াজনে অফিস খোলা রাখা যাবে। প্রয়োজনে ওষুধ শিল্প, উৎপাদন ও রফতানিমুখী শিল্প কারখানা চালু রাখা যাবে। কৃষি পণ্য, সার, কীটনাশক, শিল্প পণ্য, চিকিৎসা সরঞ্জাম, জরুরি ও নিত্য প্রয়োজনীয় পণ্য পরিবহন এবং কাঁচাবাজার, খাবার, ওষুধের দোকান এবং হাসপাতালও এ ছুটির আওতার বাইরে থাকবে।

সিভয়েস/এসসি

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়