Cvoice24.com


সিএমপির ব্যবস্থাপনায় কর্মস্থলে যাতায়াত করবেন স্বাস্থ্যকর্মীরা

প্রকাশিত: ১৫:৩৪, ৩১ মার্চ ২০২০
সিএমপির ব্যবস্থাপনায় কর্মস্থলে যাতায়াত করবেন স্বাস্থ্যকর্মীরা

করোনা ভাইরাস প্রকোপে নগরীতে বন্ধ রয়েছে গণপরিবহন। এমন অবস্থায় গন্তব্যে যেতে সমস্যার সম্মুখীন হচ্ছেন ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। তাদের সমস্যা লাঘবে নিজেদের ব্যবস্থাপনায় কর্মস্থলে পৌঁছে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। 

এ সংক্রান্তে ব্যবস্থা নিতো নগরের ১৬টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন  সিএমপি কমিশনার মাহবুবুর রহমান। 

বিষয়টি নিশ্চিত করে সিএমপির জনসংযোগ কর্মকর্তা আবু বকর সিদ্দিকী সিভয়েসকে বলেন, ‌চট্টগ্রাম মহানগর পুলিশের হটলাইনে (০১৪০০৪০০৪০০) যদি কোন চিকিৎসক অথবা স্বাস্থ্য কর্মী তাদের যাতায়াতে যানবাহনের জন্য ফোন করেন তাহলে তাৎক্ষণিকভাবে তাদেরকে বাসা থেকে কর্মস্থলে এবং কর্মস্থল থেকে বাসায় পৌঁছে দেয়ার ব্যবস্থা করা হবে। এতে করে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের যাতায়াতের যেমন সুব্যবস্থা হবে তেমনি সাধারণ মানুষও চিকিৎসা সেবা ভোগ করবেন। মঙ্গলবার সন্ধ্যায় এ সংক্রান্তে ১৬টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে।

সিভয়েস/এসএইচ

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়