Cvoice24.com


নগরের ৩৮৪ স্থানে হাত ধোয়ার ব্যবস্থা করলো চসিক

প্রকাশিত: ১৩:৫৬, ৩১ মার্চ ২০২০
নগরের ৩৮৪ স্থানে হাত ধোয়ার ব্যবস্থা করলো চসিক

নগরের ৩৮৪টি স্পটে হাত ধোয়ার ব্যবস্থা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। মঙ্গলবার দুপুরে এ কার্যক্রমের উদ্বোধন করেন সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রান্তিক জনগোষ্টির জীবনমান উন্নয়ন প্রকল্প(এলআইইউপিসি) এর উদ্যোগে প্রকল্পটিতে অর্থায়ন করছে এলআইইউপিসি: ইউএনডিপি, ইউকেএইড। এ প্রকল্পের আওতায় ২৪টি ওয়ার্ডে অসচ্ছল মানুষের মাঝে অনুদান দেয়া হচ্ছে। বিভিন্ন ওয়ার্ডের ৩৮৪টি স্পটে হাত ধোয়ার পয়েন্ট স্থাপন করা হয়েছে। এই পয়েন্টগুলোতে থাকবে প্রতিদিন ২টি করে সাবান, পানির ট্যাংক ও বালতি। এছাড়া প্রকল্পের আওতায় প্রায় ৭৫ হাজার উপকারভোগীকে সাবান ও হ্যান্ড স্যানিটাইটাইজার দেয়া হবে।

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়