Cvoice24.com


সৌদিতে করোনায় লোহাগাড়ার যুবকের মৃত্যু

প্রকাশিত: ১৩:১৬, ৩১ মার্চ ২০২০
সৌদিতে করোনায় লোহাগাড়ার যুবকের মৃত্যু

সৌদি আরবে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোহাম্মদ হাছান (৩৮) নামে লোহাগাড়ার এক প্রবাসীর মৃত্যু হয়েছে।  মঙ্গলবার (৩১ মার্চ) বাংলাদেশ সময় দুপুর ১ টার দিকে মদিনায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের দক্ষিণ চাকফিরানী দূর্লভের পাড়া নিবাসী লিয়াকত আলীর বড় ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট ভাই হেলাল উদ্দিন। 

ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মোহাম্মদ হাসানের প্রতিবেশী মাস্টার নাছির আহমদ বলেন, কয়েক সপ্তাহ আগে জ্বর ও সর্দি আক্রান্ত হয়েছিল মোহাম্মদ হাসান। সৌদি আরবে মদিনায় নিজের মত করে ওষুধ সেবন করেন। কিছুদিন অতিবাহিত হওয়ার পরও জ্বর ও সর্দি না কমায় মদিনার স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিতে যান। পরে চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি দেন। এবং ঐ দিন হাসানের বাসার অন্যদের বাংলাদেশি প্রবাসীদের  কোয়ারেন্টিনে রাখেন সৌদি আরব প্রশাসন। ভর্তির তিন দিন পর করোনাভাইরাস শনাক্ত হয় হাসানের । পরে শারীরিক অবস্থার অবনতি হলে আইসিউইতে নিয়ে যায়। সেখানে ছয়দিন চিকিৎসাধীন অবস্থায বাংলাদেশ সময় দুপুরে দিকে হাসানের মৃত্যু হয়। 

সিভয়েস/এমআই/

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়