Cvoice24.com


খাগড়াছড়িতে জীবাণুনাশক স্প্রে ও মাইকিং করছে সেনাবাহিনী

প্রকাশিত: ১৫:৪৫, ৩০ মার্চ ২০২০
খাগড়াছড়িতে জীবাণুনাশক স্প্রে ও মাইকিং করছে সেনাবাহিনী

খাগড়াছড়িতে সদর সেনা জোনের উদ্যোগে শহরের বিভিন্ন সড়কে জীবাণুনাশক স্প্রে করেছে সেনাবাহিনী। 

সোমবার সকালে খাগড়াছড়ি সদর সেনা জোনের এ্যাডজুটেন্ড ক্যাপ্টেন মো. আহসান হাবিবের নেতৃত্বে জীবাণুনাশক স্প্রে ও জনসচেতনতা মূলক মাইকিং করা হয়। 

দেশের করোনাভাইরাস প্রতিরোধ মোকাবেলায় এ কার্যক্রমের জনসচেতনতা বৃদ্ধিতে সেনা টহল গাড়িতে মাইকিং করে জনগনকে সচেতন করা হচ্ছে। 

খাগড়াছড়ি সদর সেনা জোনের এ্যাডজুটেন্ড ক্যাপ্টেন মো. আহসান হাবিব বলেন- দেশে করোনাভাইরাসের নতুন সংক্রমণ ঠেকাতে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনী মাঠে কাজ করছে। জন সচেতনতামূলক এ কার্যক্রম পরিচালনায় খাগড়াছড়ি সদর জোন ইতোমধ্যে খাগড়াছড়ি সদর উপজেলা ও পানছড়ি উপজেলায় ধারাবহিকভাবে এ কার্যক্রম চালাচ্ছে। এছাড়াও সেনাবাহিনীর পক্ষ থেকে মাইকিং করে জন সচেতনতা বৃদ্ধি করে জনগনের মধ্যে করোনা সচেতন বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে। 

তিনি আরও বলেন, খাগড়াছড়ি জোন কর্তৃক নিম্ন আয়ের মানুষদের জন্য ত্রাণ পরিকল্পনা গ্রহণ করেছে। যা পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে খুব তাড়াতাড়ি এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

খাগড়াছড়ি প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়