Cvoice24.com


প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে সাড়ে ১২ কোটি টাকা দিলো বিজিবি

প্রকাশিত: ১৫:৪২, ৩০ মার্চ ২০২০
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে সাড়ে ১২ কোটি টাকা দিলো বিজিবি

প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সব স্তরের সদস্যদের একদিনের বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদান করা হয়েছে। পাশাপাশি সংস্থাটির কল্যাণ তহবিল থেকেও অর্থ প্রদান করা হয়েছে। এ অর্থের পরিমান ১২ কোটি ৫২ লাখ দুই হাজার ৮০৩ টাকা।

রোববার বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম অন্যান্য সংস্থার প্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। সেখানে তিনি এই অর্থ প্রদানের ঘোষণা দেন। বিজিবি মহাপরিচালক পরে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউসের সঙ্গে দেখা করেন।

বর্ডার গার্ড বাংলাদেশের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, বিজিবির সব স্তরের সদস্যদের পক্ষ থেকে একদিনের বেতনের সমপরিমাণ দুই কোটি ৫২ লাখ দুই হাজার ৮০৩ টাকা এবং বিজিবির কল্যাণ তহবিল থেকে ১০ কোটি টাকাসহ মোট ১২ কোটি ৫২ লাখ দুই হাজার ৮০৩ টাকা  প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে  প্রদান করা হয়।

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়