Cvoice24.com


সরকার ও বিজিএমইর নির্দেশ উপেক্ষিত, ইপিজেডে চলছে ২০ পোশাক কারখানা

প্রকাশিত: ১২:২০, ২৯ মার্চ ২০২০
সরকার ও বিজিএমইর নির্দেশ উপেক্ষিত, ইপিজেডে চলছে ২০ পোশাক কারখানা

সরকার ঘোষিত সাধারণ ছুটিকে উপেক্ষা করে ইপিজেডের ২০ পোশাক কারখানার কার্যক্রম অব্যাহত আছে। করোনাভাইরাস মহামারি রোধে সরকার ও বিজিএমইএ এর গার্মেন্টস বন্ধের ঘোষণা থাকলেও আপ্যারটপি, এমজেডএম, ইউজিন লিমিটেড, কেমপ্যাক্স নিউরা ফ্যাশন -২ এর মতো বড়ছোট অনেক কারখানা বন্ধ না রেখে তাদের কাজ চালিয়ে যাচ্ছে। এতে চট্টগ্রাম ইপিজেড এলাকায় করোনা আক্রান্ত হবার ঝুঁকি বাড়ছে।

জানা গেছে, করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে বিশ্বের সাথে তাল মিলিয়ে সরকার সকল প্রকার জনসমাগম এড়িয়ে চলার কথা বারবার বলার পরেও ইপিজেডে ১৬০টি পোশাক কারখানার মধ্যে ২০টি কারখানায় এখনো শ্রমিকরা কাজ করছেন। 

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম জেলা প্রশাসক ইলিয়াস হোসেন সিভয়েসকে বলেন, ‘গার্মেন্টস বন্ধের বিষয়ে বিজিএমইএ থেকে নির্দেশনা দেওয়ার পরও ঐ সকল ফ্যাক্টরি কেন খোলা রেখেছে তা আমার জানা নেই।’

সরেজমিনে দেখা যায়,  ইপিজেডে শ্রমিকদের মুখে আতংক। তার উপর লকডাউনের কারণে দোকান, গণপরিবহন সবই বন্ধ তাই তাদের বেশিরভাগ পায়ে হেঁটে অফিসে যাচ্ছেন। 

এ বিষয়ে কেমপ্যাক্স এর অপারেটর সুমি সিভয়েসকে বলেন, ‘আমরা সবাই অনেক আতংকে আছি, পেটের দায়ে কাজে যোগ দিতে হচ্ছে। আমরা বিজিএমইএর  কাছে  অনুরোধ করছি যেনো আমাদের রক্ষা করে।’

এপ্যারটপি বোতাম ফ্যক্টরির রাহাত সিভয়েসকে বলেন, ‘আমরা ভাবছিলাম সরকার ও বিজিএমইএ সভাপতি বলার পর আমাদের কথা বিবেচনা করে সব গার্মেন্টসের মতো আমাদের গার্মেন্টস ও বন্ধ ঘোষণা করবে, কিন্তু আমরা এখন ও কাজ করছি।

নিউরা ফ্যাশেন ২ এর কর্মী রাজ্জাক সিভয়েসকে বলেন, ‘চরম আতংকের মধ্যে কাজ করতে হচ্ছে, কাজ না করলে কাজ চাকরি থাকবে না। গণপরিবহন নাই তাই সকালে হেঁটে হেঁটে এসেছি আবার হেঁটে বাসায় ফিরে যেতে হবে। খাবার এর দোকান ও বন্ধ কি করবো কিছু বুঝতে পারছি না ।’

এ বিষয়ে চট্টগ্রাম পুলিশ কমিশনার মাহবুবর রহমান সিভয়েসকে বলেন, ‘সরকার থেকে সকল প্রকার জনসমাগম না করতে বলা হয়েছে,তারপর ও কিছু প্রতিষ্ঠান জরুরি প্রয়জনে খোলা রাখতে পারে। তাই বলে এতোগুলো কারখানা খোলা না রাখাই ভালো।’ 

স্মার্টজিন্সের মালিক সাইদুর রহমান সিভয়েসকে বলেন, ‘আমার জানামতে সব কারখানা বন্ধ তারপরও তারা কেন খোলা রেখেছে আমার বোধগম্য নয়।’

বিজিএমইএ সহ-সভাপতি আবদুস সালাম কে বার বার ফোন দিলেও তিনি কল রিসিভ করেননি।

এনআর/এসএএস

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়