Cvoice24.com


সামাজিক দূরত্ব নয়, প্রয়োজন ব্যক্তিগত দূরত্ব

প্রকাশিত: ০৭:০৬, ২৯ মার্চ ২০২০
সামাজিক দূরত্ব নয়, প্রয়োজন ব্যক্তিগত দূরত্ব

ছবি: সিভয়েস

কভিড-১৯ নামের করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব নয় বরং প্রয়োজন সামাজিক বন্ধন। রবিবার সকালে সিভয়েসের সাথে আলোচনায় এসব কথা বলেন সুশাসনের জন্য নাগরিক চট্টগ্রামের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম আদালতের সিনিয়র আইনজীবী আকতার কবির।

আকতার কবির সিভয়েসকে বলেন, আমাদের যেটা করতে হবে সেটা হলো ব্যক্তগত দূরত্ব বজায় রাখা। সামাজিক দূরত্ব নয়। সামাজিক দূরত্ব যদি বজায় রাখা হয় তবে যুদ্ধে জয়লাভ করা সম্ভব নয়। তাই আমাদের সবার উচিত সামাজিক বন্ধন মজবুত করা।

১৯৭১ সালের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, সামাজিক অপরাধ নিরাময়ের জন্য তখন পুলিশের কোনো ভূমিকা ছিল না। চেতনার ভিত্তিতে এবং সামাজিক বন্ধনের মাধ্যমে তখন অপরাধ নিয়ন্ত্রণে আনা হয় এবং বাঙ্গালী গৌরবের সহিত জয়লাভ করেন।

তিনি বলেন, আমাদের সামনে এখন করোনা ভাইরাস কেন্দ্রিক আরও একটি যুদ্ধ আসছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সেটাকে আমাদের মোকাবেলা করতে হবে। তবে মনে রাখতে হবে, এ যুদ্ধ ১৯৭১ এর যুদ্ধের চেয়ে কোনোভাবেই বড় নয়। এ যুদ্ধেও আমাদের জয় আসবে, জয় ছিনিয়ে আনতে হবে।

উল্লেখ্য, পুরো বিশ্বে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে প্রায় ৩১ হাজার। এর মধ্যে বাংলাদেশে মৃত্যু ৫ জন।

-সিভয়েস/এসএইচ/এমএম

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়