Cvoice24.com


ঘরে ঘরে জেলা প্রশাসনের খাদ্য বিতরণ শুরু

প্রকাশিত: ১৫:০৭, ২৮ মার্চ ২০২০
ঘরে ঘরে জেলা প্রশাসনের খাদ্য বিতরণ শুরু

করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত দিনমজুরদের ঘরে ঘরে গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ শুরু করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। শনিবার (২৮ মার্চ) দুপুরে নগর ও বিভিন্ন উপজেলায় এ কার্যক্রম শুরু হয়।

জেলা প্রশাসন জানায়, প্রথমদিন তারা নগরীর রেলস্টেশন,  আগ্রাবাদের আখতারুজ্জামান সেন্টার মোড়, অলংকার মোড়, জিইসি মোড় ও ওয়াসা মোড় এলাকায় দিনমজুর, পথবাসী, রিক্সাচালক হতদরিদ্রের মাঝে প্রতিটি ১৬.৫ কেজি করে ৫০০ প্যাকেট শুকনা খাবার বিতরণ করেন করেন। প্রতি প্যাকেটে রয়েছে- ১০ কেজি চাল, ২ কেজি চিড়া, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি লবণ, ১ লিটার সয়াবিন তেল এবং ০.৫ কেজি নুডুলস।

খাদ্য বিতরণের সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ কামাল হোসেন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সজীব চক্রবর্তী  এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম সিভয়েসকে বলেন, নগরের পাশাপাশি ১৫ টি উপজেলায় বাড়ি বাড়ি গিয়ে দরিদ্র ও দিনমজুর পরিবারের মানুষের প্রয়োজন অনুযায়ী চাল, ডাল, তেল, আলু, চিনি ও সয়াবিন তেল প্যাকেটে করে বিতরণ করা হয়। তিনি আরও বলেন, এই বিতরণ কার্যক্রম চলমান থাকবে।

সিভয়েস/এসএইচ

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়