Cvoice24.com


বাঁশখালীতে বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে ত্রাণ সামগ্রী

প্রকাশিত: ১২:২৩, ২৮ মার্চ ২০২০
বাঁশখালীতে বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে ত্রাণ সামগ্রী

বাঁশখালীতে দরিদ্র, অস্বচ্ছল, দিনমজুর ও নিম্ন আয়ের মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেয়া হচ্ছে ত্রাণ সামগ্রী। বাড়ি বাড়ি ঘুরে ঘুরে এসব ত্রাণ বিতরণ করছেন ইউএনও মোমেনা আক্তার ও মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজেমী, পিআইও আবুল কালাম মিয়াজী। 

জেলা প্রশাসনের উদ্যোগে প্রাথমিকভাবে উপজেলা ১৪’শ পরিবারের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে। প্রতি পরিবারের জন্য ১০ কেজি চাল, ডাল, তেল, লবণ, সাবানসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে ত্রাণ সামগ্রীতে।

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার বলেন, প্রধানমন্ত্রীর নিদের্শে আমরা বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিতরণ করছি। কারো প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়ার দরকার নেই। যদি কারো বাসায় খাবার সংকট হয়, আমরা খবর পেলে নিজেই ত্রাণ দিয়ে আসবো। বাঁশখালীতে কেউ অনাহারে থাকবে না। স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসক এ ত্রাণ কার্যক্রম তদারকি করছেন।
 

বাঁশখালী প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়