Cvoice24.com


বিক্ষোভের মুখে বন্ধ করোনা হাসপাতালের কাজ

প্রকাশিত: ১২:১১, ২৮ মার্চ ২০২০
বিক্ষোভের মুখে বন্ধ করোনা হাসপাতালের কাজ

স্থানীয় মানুষের বিক্ষোভের মুখে রাজধানীর তেজগাঁওয়ের শান্তা টাওয়ারের পাশে আকিজের জমিতে করোনাভাইরাসের হাসপাতালের নির্মাণ কাজ বন্ধ হয়ে গেছে। শনিবার দুপুরে এই প্রকল্পে এলাকাবাসীর হামলায় নিরাপত্তাকর্মী ও নির্মাণ শ্রমিকসহ তিনজন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। 

হাসপাতাল হলে ওই এলাকার বাসিন্দারা করোনাভাইরাসের ঝুঁকিতে পড়বেন- এমন আশঙ্কায় আজ দুপুরে দুই শতাধিক লোক আকিজের ওই স্থাপনায় গিয়ে নিরাপত্তাকর্মী ও নির্মাণ শ্রমিকদের ওপর হামলা করে। এছাড়া উত্তে‌জিত জনতা বলাকা মোড়ে বিক্ষোভ দেখায়।

স্থানীয়রা জানান, এই এলাকা ঘণবসতিপূর্ণ। এখানে হাসপাতাল হলে এলাকাবাসীও সংক্রমিত হতে পারে। তাই দূরে কোথাও এই হাসপাতাল নির্মাণ করা হোক।

প্রায় দেড় ঘণ্টা বিক্ষোভের পর স্থানীয় কাউন্সিলর ও পুলিশ এসে হাসপাতাল হবে না এবং নির্মাণ কাজ বন্ধ থাকবে এমন আশ্বাস দিলে এলাকাবাসী চলে যায়।

এর আগে আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশির উদ্দিন জানিয়েছিলেন, ‘আগামী ৭ দিনের মধ্যে তিনশ শয্যার ওই হাসপাতাল প্রস্তুত করতে তাদের ইঞ্জিনিয়ার ও আর্কিটেক্টরা কাজ শুরু করেছেন।’

হাসপাতালে আইসিইউসহ করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা থাকবে। চিকিৎসা দেওয়া হবে বিনামূল্যে।


 

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়