Cvoice24.com


চট্টগ্রামে হোম কোয়ারেন্টিনে ৯৫৮, ছাড়পত্র পেয়েছে ৫ জন

প্রকাশিত: ১৩:৩২, ২৭ মার্চ ২০২০
চট্টগ্রামে হোম কোয়ারেন্টিনে ৯৫৮, ছাড়পত্র পেয়েছে ৫ জন

নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) বিস্তার রোধে চট্টগ্রামে হোম কোয়ারেন্টিনে ৯’শ ৫৮ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে হোম কোয়ারেন্টিনের আওতায় আনা হয়নি কাউকে। 

শুক্রবার (২৭ মার্চ) ৫ জনের হোম কোয়ারেন্টিন শেষ হওয়ায় তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে। হোম কোয়ারেন্টিনে থাকার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক বিদেশ ফেরত বলে জানা গেছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি সিভয়েসকে বলেন, হোম কোয়ারেন্টিনে থাকা লোকজনের অধিকাংশই প্রবাসী। তাদের মধ্যে থাকা ৫ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তাঁদের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ হয়নি। চট্টগ্রাম জেলায় এখন পর্যন্ত কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়নি। 

হোম কোয়ারেন্টিনে সবায় সুস্থ আছে বলে জানিয়ে সিভিল সার্জন বলেন, হোম কোয়ারেন্টিনে রেখে ১৪ দিন পর্যবেক্ষণ করা হচ্ছে। এর মধ্যে গত বুধবার ৮ ও গতকাল বৃহস্পতিবার ২ জনের হোম কোয়ারেন্টিন শেষ হওয়ায় তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে চট্টগ্রামে হোম কোয়ারেন্টিনে ৯’শ ৫৮ জন।

করোনার কয়জনের পরীক্ষা করা হয়েছে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গতকাল পর্যন্ত ৮ জনের করোনা ভাইরাসের পরীক্ষা করা হয়েছে। রিপোর্ট আজ পাওয়া যাবে।

-সিভয়েস/এমআই/এমএম

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়