Cvoice24.com


সামাজিক দুরত্ব রক্ষায় জেলা প্রশাসনের অভিনব উদ্যোগ

প্রকাশিত: ১৭:৫৭, ২৬ মার্চ ২০২০
সামাজিক দুরত্ব রক্ষায় জেলা প্রশাসনের অভিনব উদ্যোগ

চট্টগ্রামে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে জেলা প্রশাসন অভিনব উদ্যোগ নিয়েছে। এখন থেকে দোকানের সামনে জেলা প্রশাসন কর্তৃক দেয়া বৃত্তাকার লাইনে দাড়িয়ে ওষুধসহ প্রয়োজনীয় জিনিসপত্র কিনবেন নাগরিকরা। 

বৃহস্পতিবার (২৬ মার্চ) থেকে সামাজিক দুরত্ব বা সোশ্যাল ডিস্টেন্স রক্ষার জন্যই মূলত এ উদ্যোগ নিয়েছেন জেলা প্রশাসন।

জেলা প্রশাসন জানায়, যারা জরুরি প্রয়োজনে ওষুধ কিংবা নিত্য প্রয়োজনীয় পণ্যের জন্য দোকানে যাচ্ছেন সেসব দোকানের সামনে জেলা প্রশাসক চট্টগ্রাম মোহাম্মদ ইলিয়াস হোসেনের নির্দেশে চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় উপজেলা নির্বাহী অফিসারগণ এ উদ্যোগ বাস্তবায়ন করছেন। যারা এসব দোকানে আসছেন (১ মিটার এর অধিক দূরত্বে) তারা বৃত্তাকার স্থানে দাঁড়িয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনছেন। দোকানের সামনে ভিড় পরিহার করে সামাজিক দূরত্ব রক্ষা করে ক্রেতারা কেনাকাটা সম্পন্ন করছেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম সিভয়েসকে বলেন, সামাজিক দুরত্ব রক্ষা করে চলাফেরা করা বর্তমান সময়ে খুবই জরুরি। যার কারণে জেলা প্রশাসক অভিনব এ উদ্যোগ নিয়েছেন। পর্যায়ক্রমে পুরো চট্টগ্রাম এলাকায় এ ব্যবস্থা কার্যকর করা হবে। এটা মেনে প্রয়োজনীয় কেনাকাটাও হবে, সামাজিক দূরত্বও বজায় থাকবে।

-সিভয়েস/এসএইচ/এমএম

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়